সৌমেন ভট্টাচার্য: ভয়ংকর প্রবল বৃষ্টির জেরে স্তব্ধ কলকাতা বিমানবন্দরও। ব্যাহত বিমান পরিষেবা। কলকাতায় ৩০টি উড়ানের আসা ও কলকাতা থেকে ৩২টি উড়ানের ডিপার্চার বাতিল করা হয়েছে। ১১টি ফ্লাইট আসে দেরিতে। ৩১টি ফ্লাইট ছাড়ে দেরিতে। রাতভর বৃষ্টি ও তার জেরে গোটা শহর জলমগ্ন, জলমগ্ন কলকাতা বিমানবন্দরও। যারফলেই কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান বাতিল ও বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করছে।

Add Zee News as a Preferred Source

পরিসংখ্যান বলছে, গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালে। ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ বৃষ্টি হয়েছিল ২৬০ মিমি। আর এবার গত ২৪ ঘণ্টার বৃষ্টি ২৫১.৪ মিলিমিটার। এরমধ্যে বালিগঞ্জে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার।

রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে- বালিগঞ্জে ৩০০ মিলিমিটার, মুকুন্দপুরে ২৮০ মিলিমিটার, গড়িয়াহাটে ২৬২ মিলিমিটার, যাদবপুরে ২৫৮ মিলিমিটার, কসবায় ২৪৬ মিলিমিটার, আলিপুরে ২৪৭ মিলিমিটার, ভবানীপুরে ২৪৩ মিলিমিটার, সন্তোষপুরে ২২৭ মিলিমিটার, বেহালায় ২১৫ মিলিমিটার, মানিকতলায় ২১৩ মিলিমিটার, কাঁকুড়গাছিতে ২৫৬ মিলিমিটার, সল্টলেকে ২৭৮ মিলিমিটার, নিউটাউনে ২৩৪ মিলিমিটার।

শহরের জল নামাতে ৩৩৯টি অতিরিক্ত পাম্প সচল করেছে কলকাতা পুরসভা। সকাল থেকে লকগেট খোলা থাকায় পাম্প চালানো যায়নি। কারণ তাতে, তাতে গঙ্গার জল শহরে ঢোকার সম্ভাবনা ছিল। ১২টার পর থেকে হাই টাইড থাকায় লকগেট বন্ধ করে ৩৩৯টি পাম্প সচল করা হয়। এছাড়া ২৫টি পোর্টেবল পাম্পও কাজে লাগানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে চলছে ২৪ ঘণ্টার নজরদারি। শহরের জল নামানোর জন্য অত্যাধুনিক মেশিনও ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন, Kolkata cloudburst: ৬ ঘণ্টায় ২৫১! ভয়াল রাক্ষুসে মেঘভাঙা বৃষ্টি কলকাতায় ভাঙল সব রেকর্ড! কীভাবে ‘ক্লাউডবার্স্ট’ কলকাতায়?

আরও পড়ুন, Kolkata Rain Death: জমা জলে ভাসছে দেহ! ভয়ংকর ‘মারণ’ বৃষ্টি কলকাতায় কাড়ল ৮ প্রাণ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version