তথাগত চক্রবর্তী: পাখির চোখ ছাব্বিশের মহারণ। লক্ষ্য বাংলা বিজয়। কিন্তু তার আগেই বেশ বেকায়দায় গেরুয়া শিবির। বিজেপিতে ভাঙন! সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। সোনারপুরে বিজেপিতে ভাঙন। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যদিও ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দাবি বিজেপির।

Add Zee News as a Preferred Source

রবিবার রাজপুর রবীন্দ্রভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চেই হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিকসহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী। বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পথ দেখান তিনিই।” 

ওদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী কার্তিক সরদারের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছেন। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি এই যোগদানকে আমল দিতে নারাজ। তাঁর বক্তব্য, “আদর্শে মিল হয়নি, তাই তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।” তবে রাজনৈতিক মহলের মতে, সোনারপুরে বিজেপির সংগঠন কার্যত আরও দুর্বল হল এই যোগদানে।

প্রসঙ্গত, ভোটের আগে এই রাজনৈতিক পালাবদল, দলবদলের খেলা নতুন  নয়। একদম নিচু তলার কর্মী থেকে হেভিওয়েট নেতাদের মধ্যেও দেখা যায় এই দলবদলের হিড়িক! বিগত বিভিন্ন নির্বাচনে যার সাক্ষী থেকেছে বাংলার মানুষ। 

আরও পড়ুন, Kasba Law College Incident: কসবা গণধর্ষণকাণ্ডে জামিন মঞ্জুর… সাড়ে ৩ মাসের মাথাতেই জামিন পেয়ে গেলেন…

আরও পড়ুুন, Cooperative Election: বিধানসভা ভোটের আগেই লাল ঝড়! সমবায়ে বড় জয় বামেদের…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version