অয়ন ঘোষাল: রাজ্যে শনিবার আংশিক হাওয়া বদল। হেমন্তের পরশ ভোরেই গায়েব।সকাল থেকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি। আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা গতকালের তুলনায় ১ থেকে দেড় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ ডিগ্রি পর্যন্ত।
আরও পড়ুন, Rachna Banerjee: অসিত-রচনা দ্বন্দ্ব তুঙ্গে! ‘ছোবল মারতে সময় লাগবে না’, হুঁশিয়ারি রচনার…
উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পূবালী হাওয়ার সংঘাতে আঞ্চলিকভাবে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় দিনের যে কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি। উপকূল লাগোয়া এলাকায় স্থানীয়ভাবে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
উত্তরের ৩ জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবন। উত্তরবঙ্গে প্রায় সব জেলায় আজ প্রধানত আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ এবং কিছুটা গুমোট অস্বস্তি।
আগামীকাল রবিবার মোটের ওপর আবহাওয়া পরিস্থিতি একই থাকবে। কাল খুব সামান্য অল্প সময়ের বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ৫ জেলা। সোমবার কালীপুজোর দিন ফের ঝলমলে হেমন্তের আকাশ। তবে বাতাসে তখনও কিছুটা জলীয়বাষ্প থেকে যাওয়ায় ভোরের দিকের শিরশিরানি হিমেল অনুভূতি মিলবে না সোম এবং মঙ্গলবার।
বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আদর্শ হেমন্তের আবহাওয়া। মৌসম ভবন জানিয়ে দিল গতকাল ১৭ অক্টোবর শুক্রবার গোটা দেশে বিদায় নিয়েছে বর্ষা। দেশে এবার পূবালী ও দক্ষিণ পূবের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। তাই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হবে বৃষ্টি।
দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে।
তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় পুদুচেরি উপকূলের কাছে ল্যান্ড ফল করতে পারে। অথবা বঙ্গোপসাগরের ওপর দিয়ে সমান্তরালভাবে ক্রমশঃ আরও শক্তি বাড়িয়ে এটি অন্ধ্র-ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে আসতে পারে।
আরও পড়ুন, Doctor Death in Tamluk: সরকারি হাসপাতালের মহিলা চিকিত্সকের রহস্যমৃত্যু! রোগী দেখে বাড়ি ফেরার পরই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)