জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে নিয়ে জল্পনা যেন আর থামছেই না। গত ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু কনের বাবা অসুস্থ হয়ে পড়ায় সেই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এর পরই এই বিয়ে স্থগিত হওয়া নিয়ে নানা জল্পনা ও বিতর্ক শুরু হয়। কেউ কেউ পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে, আবার কেউ দাবি করে যে বিয়ের ঠিক আগের রাতেই ক্রিকেটার স্মৃতি পলাশকে অন্য কারোর সঙ্গে হাতেনাতে ধরেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পলক মুচ্ছল (Palak Muchhal)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Fake Voter in SIR: ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের নাম! SIR ভেরিফিকেশনে ঠিকানায় পৌঁছতেই চক্ষু চড়কগাছ BLO-র…

সম্প্রতি স্মৃতির ভাই জানিয়েছেন যে বিয়ে নিয়ে এখন আপাতত আর কোনও পরিকল্পনা নেই। এখনও অবধি বিয়ে স্থগিতই। এবার নীরবতা ভাঙলেন পলাশের দিদি পলক মুচ্ছল। সম্প্রতি এক সাক্ষাৎকারে পলক জানান যে পলাশ কঠিন সমালোচনার সম্মুখীন হচ্ছেন। পলক স্বীকার করেছেন যে এটি দুই পরিবারের জন্যই ‘খুব কঠিন সময়’।

এক সাক্ষাৎকারে পলক বলেন, “আমার মনে হয় পরিবারগুলি সত্যিই একটি খুব, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে… আমি শুধু এটা আবারও বলতে চাই যে আমরা এই সময়ে ইতিবাচকতায় বিশ্বাস রাখতে চাই এবং যতটা সম্ভব ইতিবাচকতা ছড়িয়ে দিতে চাই। আর শক্ত থাকতে চাই… হ্যাঁ।”

২৩ নভেম্বর স্মৃতির নিজের শহর মহারাষ্ট্রের সাঙ্গলিতে এই জুটির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারের বাবা শ্রীনিবাস মন্ধানার স্বাস্থ্যের কারণে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিয়ের দিন সকালে স্মৃতির বাবা বুকে অস্বস্তি অনুভব করতে শুরু করেন এবং তাঁকে দ্রুত সরভিত হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তিনি স্থিতিশীল হলেও বিয়ের অনুষ্ঠান স্থগিত করেন স্মৃতি। 

আরও পড়ুন- Accident at Shooting: শ্যুটিঙে সর্বনাশ! সেটে ভয়ংকর দুর্ঘটনায় অগ্নিদগ্ধ নায়ক…

এই আকস্মিক মানসিক চাপ পলাশকেও প্রভাবিত করে। তাঁর মা সংবাদমাধ্যমে জানান, গায়কের সঙ্গে স্মৃতির বাবার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এই ঘটনা তাঁকে গভীরভাবে আঘাত করেছে। তিনি বলেন, “সে এত কেঁদেছে যে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। তাকে চার ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল। তাকে আইভি স্যালাইন দেওয়া হয়, ইসিজি সহ অন্যান্য পরীক্ষাও করা হয়। সব রিপোর্ট স্বাভাবিক এলেও সে চরম মানসিক চাপের মধ্যে রয়েছে।”

এদিকে, সম্প্রতি স্মৃতি এবং পালাশ দু’জনেই তাঁদের ইনস্টাগ্রাম বায়ো-তে একটি সূক্ষ্ম পরিবর্তন এনেছেন এবং সেখানে ‘নজর’ ইমোজি যোগ করেছেন। যদিও তাঁরা এখনও কোনো বিবৃতি দেননি, তবে এই ইমোজিটি নেতিবাচকতা দূর করার একটি প্রতীকী ইঙ্গিত হিসেবে মনে করা হচ্ছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version