জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিসেম্বরের মিঠে শীত আর তিলোত্তমার সান্ধ্য আকাশ এবার ভরে উঠবে সেতারের সুরে। আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর বালিগঞ্জের ‘দাগা নিকুঞ্জে’ বসতে চলেছে দু’দিনের শাস্ত্রীয় সেতার সম্মেলন—”দ্যা ক্যালকাটা সিতার কনসার্ট”। ‘যাত্রাপথ কালচারাল সোসাইটি’র এই বিশেষ উদ্যোগের নেপথ্যে রয়েছেন বিশিষ্ট সেতারবাদক তথা সংস্থার কর্ণধার অভিরূপ ঘোষ। সহযোগিতায় রয়েছে ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক এবং ভারতীয় বিদ্যা ভবন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Mimi-Ankush: বেআইনি বেটিং অ্যাপ-কাণ্ডে বিপাকে মিমি-অঙ্কুশসহ বহু তারকা, বাজেয়াপ্ত ৭.৯৩ কোটির সম্পত্তি…

দুই দিনের এই আসরে উপস্থিত থাকবেন বিষ্ণুপুর ঘরানার বিদুষী মিতা নাগ থেকে শুরু করে সেনিয়া মাইহার ঘরানার পন্ডিত পার্থ বসু এবং পন্ডিত নীলাদ্রি সেন। শুধু প্রবীণরাই নন, এই মঞ্চে শোনা যাবে নতুন প্রজন্মের দুই উজ্জ্বল শিল্পী— শ্রী অভিষেক মল্লিক ও শ্রী অভিরূপ ঘোষের সেতারবাদন। সেতারের পাশাপাশি তবলার লহরায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি পন্ডিত কুমার বোস এবং বিশ্ববিখ্যাত পন্ডিত বিক্রম ঘোষ। এ ছাড়াও সংগত করবেন পন্ডিত সমর সাহা, শ্রী রোহেন বোস সহ আরও অনেক গুণী শিল্পী।

তবলাবাদক রোহেন বোস জানান, যাত্রাপথের এই উদ্যোগ ইতিমধ্যেই শহরের সংস্কৃতিমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে। এ বছর যাত্রাপথের পক্ষ থেকে ‘রৌপ্য জীবনকৃতি সম্মান’ প্রদান করা হবে তিন দিকপালকে— কিংবদন্তি তবলাবাদক পন্ডিত কুমার বোস, সন্তুরবাদক পন্ডিত তরুণ ভট্টাচার্য এবং বিশিষ্ট সংগীতশিল্পী ঊষা উত্থুপ।

আরও পড়ুন- Nidhhi Agerwal Viral Video: ভয়ংকর! নায়িকাকে ঘিরে ধরে প্রকাশ্যেই জামাকাপড় ধরে টানাটানি, ভাইরাল ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় নেটপাড়ায়…

সংস্থার কর্ণধার অভিরূপ ঘোষ জানান, শুধু কনসার্ট নয়, নতুন প্রজন্মের স্কুলপড়ুয়াদের মধ্যে শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য পৌঁছে দিতে শহরের বিভিন্ন স্কুলে কর্মশালার (Workshop) আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের দুই দিন সেতারবাদনের পাশাপাশি থাকবে এই বাদ্যযন্ত্রের সুপ্রাচীন ইতিহাসের বর্ণনা। সেতারবাদিকা মিতা নাগের কথায়, “কলকাতার সাথে শাস্ত্রীয় সংগীতের ইতিহাস অতি নিবিড়। এই উদ্যোগ সেই পুরনো দিনের ঐতিহ্যের স্বাদ ফিরিয়ে আনবে।”

এই সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে সংগীত গুরু আচার্য পন্ডিত শ্যামল চট্টোপাধ্যায় এবং ভারতের সকল প্রবাদপ্রতিম সেতারবাদকদের স্মৃতির উদ্দেশ্যে। উপস্থিত থাকবেন সাংস্কৃতিক জগতের একঝাঁক উজ্জ্বল নক্ষত্র।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version