জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৩ জানুয়ারি, ২০২৬। একদিকে ছিল বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে বাগদেবীর আরাধনা, অন্যদিকে ভারতের শ্রেষ্ঠ বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০-তম জন্মজয়ন্তী। এই দ্বৈত আবহে শহর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর হয়ে উঠল ইতিহাস ও সংস্কৃতির মিলনস্থল। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান— ‘জয় হিন্দ: দ্য কল অফ এ রিভলিউশনারি’।
আরও পড়ুন- Mimi Chakraborty Harassed: এক্ষুণি নেমে যান! স্টেজে উঠে মিমির উপর চড়াও, কিছু বুঝে ওঠার আগেই…
পরাক্রম দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে নেতাজির জীবনদর্শন, বীরত্ব এবং দেশপ্রেমকে উদযাপন করা। ভিক্টোরিয়ার মূল বারান্দা চত্বর এদিন এক অনন্য মঞ্চে পরিণত হয়েছিল। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর সংস্থা ‘দীক্ষা মঞ্জরী’-র ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা। তাঁদের সঙ্গে নৃত্যে যোগ দিয়েছিলেন রঘুনাথ দাসও।
গানের মূর্ছনায় অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যান রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের পাশাপাশি একক কণ্ঠে গান পরিবেশন করেন আরশাদ আলি খান, দুর্নিবার সাহা, আরফিন রানা এবং আরাত্রিকা সিনহা। পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলাঞ্জন ঘোষ। সুর ও ছন্দের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই অগ্নিঝরা দিনগুলোকে।
আরও পড়ুন- SRK’s KING Release Date Confirmed: বড়দিনে বড়পর্দায় বাদশা! ২০২৬-এর শেষে ফিরছেন ‘কিং’ শাহরুখ…
এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত ছিলেন দেশের মাননীয় উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডোনা গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী দুজনেই এই আয়োজনের অংশ হতে পেরে গর্ব প্রকাশ করেন। তাঁদের মতে, নেতাজির মতো এক মহানায়কের জন্মদিনে শিল্পকলার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা এক পরম প্রাপ্তি।
সকাল থেকেই সরস্বতী পুজোর ব্যস্ততা সেরে বিকেলে ভিক্টোরিয়ায় ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ। শীতের বিকেলের শেষ আলো যখন ভিক্টোরিয়ার সাদা মার্বেলে পড়ছিল, তখন সেখানে সুর আর ছন্দে চলছিল দেশমাতৃকার বন্দনা। শিল্পীদের কণ্ঠে আর দর্শকদের করতালিতে ‘জয় হিন্দ’ ধ্বনি যেন নতুন করে প্রাণ পেল তিলোত্তমায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
