জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) তাঁর কেরিয়ারের ৩০ বছর পূর্ণ করলেন। আর এই বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে তাঁর আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি’-র তৃতীয় ছবি। সম্প্রতি ‘মর্দানি ৩’-এর ঘোষণা আসতেই গোটা ইন্ডাস্ট্রি রানিকে শুভেচ্ছা জানাতে মেতেছে। এই তালিকায় সবচেয়ে আবেগপ্রবণ বার্তাটি এসেছে বলিউডের সুপারস্টার রণবীর কাপুরের কাছ থেকে।
আরও পড়ুন- Phonibabu Viral: রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন আশি বছরের বৃদ্ধ! চেনেন এই ‘ফণীবাবু Viral’কে?
রানির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে রণবীর বলেন, “রানি আমার প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-র সহ-অভিনেত্রী। যখন আমি নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, তখন তিনিই প্রথম আমাকে বলেছিলেন যে কঠোর পরিশ্রম করলে আমি অনেক দূর যেতে পারব। তাঁর সেই কথাগুলোই আমাকে আজকের এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।” রণবীরের মতে, রানি কেবল একজন দুর্দান্ত অভিনেত্রীই নন, বরং ভারতীয় সিনেমার এমন এক প্রতিভা যিনি পর্দায় নারীর ভূমিকার সংজ্ঞা বদলে দিয়েছেন।
ইন্টারনেটে এখন সবচেয়ে চর্চিত বিষয় হলো ‘মর্দানি ৩’-এর গল্প। প্রদীপ সরকার ও গোপী পুথ্রানের পর এবার পরিচালনার দায়িত্বে আছেন অভিরাজ মিনাওয়ালা। প্রযোজক আদিত্য চোপড়ার এই ফ্র্যাঞ্চাইজি বরাবরই সমাজের অন্ধকার দিকগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথম দুটি কিস্তিতে মানব পাচার এবং সিরিয়াল রেপিস্টদের গল্প দেখানো হয়েছিল।
আরও পড়ুন- Parakram Diwas 2026: দেশমাতৃকার বন্দনায় কলকাতা! পরাক্রম দিবসে নেতাজিকে শ্রদ্ধা ডোনা-ইমন-রাঘবদের…
‘মর্দানি ৩’-এ উঠে আসবে আরও এক ভয়ানক সত্য। যেখানে নিম্নবিত্ত পরিবারের ৮-৯ বছরের মেয়েদের নিখোঁজ হওয়া এবং এর নেপথ্যে থাকা একটি গভীর ষড়যন্ত্রের গল্প বলবেন শিবানী শিবাজী রায়। রণবীর কাপুরের কথায়, “রানি সবসময় তাঁর কাজের মাধ্যমে আনন্দ ছড়াতে চেয়েছেন, কিন্তু তাঁর অভিনীত চরিত্রগুলো আমাদের সমাজকে ভাবতে বাধ্য করে।” ৩০ বছরের এই দীর্ঘ সফরে রানি প্রমাণ করেছেন তিনি ‘ওয়ান ফর দ্য এজেস’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
