WB HS Result 2023 : নিয়োগ-প্রশ্নে সরব, রাজ্য ছাড়ারও নিদান কৃতীকে! – prerana pal who stood fourth after her higher secondary results has been trolled on social media for speaking out against recruitment scam


এই সময়: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পর মেধাতালিকার স্থানাধিকারীদের নিয়ে কথাবার্তা চলেই। কিন্তু এ বার উচ্চ মাধ্যমিকের দুই মেধাবীকে নিয়ে সমাজ মাধ্যমে যে চর্চা শুরু হয়েছে, তার প্রেক্ষিত আলাদা। একজন সপ্তম স্থানে থাকা স্মরণ্যা ঘোষ – যে ছেলে থেকে মেয়ে হয়ে স্থান করে নিয়েছে মেধাতালিকায়। অন্যজন চতুর্থ স্থানে থাকা উত্তর ২৪ পরগনার ইছাপুর হাইস্কুলের ছাত্রী প্রেরণা পাল। ফল বেরোনোর দিনই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলেছিল প্রেরণা। যার জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিংয়ের শিকার সে। পাশাপাশি রয়েছে প্রেরণাকে সমর্থন জানানো পোস্টও। কিন্তু সব মিলিয়ে যে মন্তব্য-পাল্টা মন্তব্য চলছে, তা অনভিপ্রেত বলে মনে করছেন অনেকে।

Uccha Madhyamik Result 2023 : ‘ভালো মানুষ হতে চাই…’, উচ্চমাধ্যমিকে চতুর্থ প্রেরণার উত্তরে থমকে গেলেন সাংবাদিকরাও
একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রেরণা বলেছিল, ‘শিক্ষাক্ষেত্রে যে দুর্বিষহ দুর্নীতি, সেটা আমাকে বিশেষ ভাবে ভাবাচ্ছে। একটা সময়ে মনে হচ্ছিল, এটা কী হচ্ছে! এই যে এতদিন ধরে দাদা-দিদিরা চাকরির জন্য রাস্তায় বসে, তা নিয়ে উচ্চবাচ্য নেই!’ বক্তব্য ভাইরাল হয়ে যায়। আর শুরু হয় ট্রোলিং।

Saranya Ghosh HS : স্মরণ্যা এখন প্রতীক, লড়াইয়ে পড়ে দীর্ঘ পথ
প্রেরণার মা-বাবার রাজনৈতিক পরিচয় থেকে তাঁরা চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছেন কি না – এ নিয়ে আলোচনার পাশাপাশিই কেউ কেউ লিখেছেন, মুখ্যমন্ত্রীর থেকে কন্যাশ্রী, সবুজসাথীর সুবিধে নিয়ে, ট্যাবের টাকা নিয়ে রাজ্য সরকারের বদনাম করছে প্রেরণা। এক কদম এগিয়ে তাকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার নিদানও দিয়েছেন অনেকে। প্রেরণা অবশ্য জানিয়েছে, রাজ্য সরকারের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবে সে। মুখ্যমন্ত্রীর থেকে স্মারকও নেবে।

HS Result 2023 Toppers: ‘এর পর কী?’ ভবিষ্যৎ নিয়ে চিন্তায় উচ্চমাধ্যমিকে চতুর্থ টোটো চালকের মেয়ে সৃজিতা, আশ্বাস সুকান্তর
ট্রোলিংকে বিশেষ গুরুত্বও দিতে নারাজ প্রেরণা ও তার পরিবার। ওই ছাত্রীর কথায়, ‘আমি এখন প্রাপ্তবয়স্ক। দেশে বাক্‌ স্বাধীনতা রয়েছে। আমি কোনও রাজনৈতিক দলের হয়ে বক্তব্য রাখিনি। সেই যোগ্যতা আমার নেই। নিরপেক্ষ শিক্ষার্থী হিসেবে যা দেখেছি, তাই নিয়ে দু’চার কথা বলেছি।’ তার প্রশ্ন, ‘আমরা তো কেউকেটা নই, তা হলে এমন কদর্য আক্রমণ করা হচ্ছে কেন?’

Uccha Madhyamik Result 2023 WB : পরীক্ষার্থী বেশি, তবু উঁচু গ্রেড কমায় ছাপ করোনার?
যে স্কুল থেকে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বাবা অশোক পাল সেখানকারই প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘হ্যাঁ আমি এবিটিএ (বামপন্থী শিক্ষক সমিতি) রাজ্য কমিটির সদস্য। সক্রিয় ভাবে রাজনীতি করি। আমার নামে তাই নানা মামলাও আছে। আমার স্ত্রীও এবিটিএ-র আঞ্চলিক কমিটির সদস্যা।’ পাল দম্পতি জানান, মেয়ের দু’জন প্রাইভেট টিউটর চাকরির দাবিতে আন্দোলনরত। তাঁদের অবস্থা দেখেই প্রেরণা মুখ খুলেছে।

WB Uccha Madhyamik Result 2023 : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও অব্যাহত বিজয়রথ! পাশের হারে প্রথম সেই পূর্ব মেদিনীপুর
রাজনৈতিক চাপান-উতোর অবশ্য থেমে থাকেনি। তৃণমূলের আইটি সেলের ইন চার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, ‘সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো সিপিএমের নেতারা প্রেরণার বক্তব্য শেয়ার করে রাজনীতি না করলে ওই ছাত্রীকেও অস্বস্তির শিকার হতে হতো না।’ এই প্রেক্ষিতে দেবাংশুর ব্যাখ্যা – তৃণমূলের কোনও নেতানেত্রী এ নিয়ে মুখ খোলেননি। সমর্থকরা কিছু বললে তার দায় দলের নয়। পাল্টা সুজন বলেন, ‘আমি ফল প্রকাশের দু’দিন বাদে প্রেরণার বক্তব্য পোস্ট করেছি। তার আগে বহু মানুষ ওকে কুর্নিশ জানিয়েছেন। যাঁরা ওকে ট্রোল করছেন, তাঁদের নিয়ে পাল্টা ছি ছি হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *