West Bengal News ১৫ তারিখ বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে তৃতীয় বারের জন্য রাজ্যে সরকার গঠনের পর প্রথম বেলপাহাড়িতে পা রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী দুদিন ঝাড়গ্রামেই থাকবেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঝটিতি সফরের কারণে সরকারি অতিথিশালা থেকে একাধিক পর্যটকের বুকিং বাতিলের খবর মিলেছে। তবে বুকিংয়ের টাকা ফেরতের সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণে ওই পর্যটকদের আবারও বুকিংয়ের ক্ষেত্রে দেওয়া হবে বিশেষ অফার বলে জানা গিয়েছে।

Mamata Banerjee : বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে মমতা

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে এলে থাকেন রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্সে (Jhargram Rajbari Tourist Complex)। তাই নিরাপত্তা খাতিরে সেসময় অন্য কোনও ব্যক্তির সেখানে থাকার অনুমতি নেই। ১৪ তারিখ থেকেই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি (Jhargram Rajbari)। ১৫ তারিখ রাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে কাটিয়ে ১৬ তারিখ কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। এই কারণে আগামী অগ্রিম বুকিং করে রাখা পর্যটকদের বুকিং বাতিল। তবে নিয়মমতোই বুকিংয়ের পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে পর্যটকদের। তবে এমন আচমকা বাতিলের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বিশেষ সুযোগও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম সূত্রে।

Mamata Banerjee: সাতটি নয় আপাতত ভাগ হবে এই দুই জেলা, ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের জন্য ঝাড়গ্রামে বুকিং (Jhargram Booking Camcel) বাতিল হওয়া পর্যটকদের পরবর্তীবার সফর পরিকল্পনায় দেওয়া হবে দুটি বিশেষ সুযোগ। যেমন, এই দুদিন ঝাড়গ্রাম সফরের জন্য যারা অ্যাডভান্স বুকিং করেছিলেন তারা আগামী ছয় মাসের মধ্যে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে একদিন বিনা ভাড়ায় থাকতে পারবেন। অথবা দুই দিনের জন্য ঘর বুক করলে ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন। তবে জিএসটি আলাদা।

Mamata Banerjee: ‘শাক-সবজির গাড়িতে কেউ যেন অন্য কিছু ভরে না দেয়’, সতর্কবাণী মমতার

উল্লেখ্য, প্রশাসনিক কারণে যখন কোনও সরকারি গেস্টহাউস বা টুরিস্ট স্পটে বুকিং বাতিল হয় তখন পরের তিন মাস বা ছয় মাসের মধ্যে অতিথিদের ফের বুকিংয়ের সুযোগ দেওয়া হয়। তবে সেক্ষেত্রে বুকিং ক্যানসেলের নথি পেশ বাধ্যতামূলক।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version