poulomi.nath | EiSamay.Com | Updated: 19 Nov 2022, 7:57 pm
কথা দিয়েছিলাম শন- কে (Sean Banerjee) নিয়ে আবারও ফিরবো। জমাটি আড্ডার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির আমরা। রোমান্টিক চরিত্রে (Romantic) দেখা গিয়েছে শনকে একাধিক টিভি সিরিয়ালে। কিন্তু শন কতটা রোমান্টিক জানালেন নিজে। ছোটবেলা থেকেই কম কথা বলেন বলে অনেকেই তাকে মুডি মানুষ বলে, সেই বিষয়ে ক্ষোভের সুর শোনা গেলো টেলি অভিনেতার গলায়। প্রকাশ না করলেও ভীষণই আবেগপ্রবণ শন।সেই বিষয় নিয়েও মুখ খুললেন অভিনেতা শন। আর কি কি সিক্রেট বিষয় ফাঁস করলেন, আসুন দেখে দেওয়া যাক।