তৃণমূল বিধায়কের (TMC MLA) জন্মদিনে আমন্ত্রিত (Birthday Party) ছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ওসি। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেকও খেতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা।

 

তৃণমূল বিধায়কের জন্মদিন পালন

হাইলাইটস

  • তৃণমূল বিধায়কের জন্মদিনে হাজির ওসি
  • বিধায়কের জন্মদিনে কাটা কেকও খেতে দেখা গিয়েছে তাঁকে
  • ভিডিয়ো ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা
West Bengal News : তৃণমূল বিধায়কের (TMC MLA) জন্মদিনে আমন্ত্রিত (Birthday Party) ছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ওসি (Narayangarh Police Station)। বিধায়কের জন্মদিনে কাটা কেকও খেতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ছবি ছড়িয়ে পড়তেই জেলায় শুরু রাজনৈতিক তরজা। এই ভিডিয়ো ভাইরাল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) হয়ে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। Saumitra Khan : ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের গলায়, বিতর্ক
তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে ওসি!
রবিবার ছিল নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টর জন্মদিন। সেই উপলক্ষে বেলদায় তৃণমূল পার্টি অফিসে বিধায়কের জন্মদিন পালনে হাজির নারায়ণগড় থানার ওসি আনিসুর রহমান। রীতিমতো কেক কেটে জন্মদিন পালন হয়। আর সেই কেক স্বয়ং বিধায়ক খাইয়ে দেন থানার ওসিকে। সেই ভাইরাল হওয়া ভিডিয়ো ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগে বিধায়কের পার্টি অফিসে গিয়ে একজন থানার অফিসার ইনচার্জ কি করে কেক খেলেন তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, সামনে পঞ্চায়েত ভোটে যেভাবে বিধায়ক তাঁকে কেক খাওয়ালেন তাতে পঞ্চায়েত ভোটে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর তার আগে এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।Paschim Medinipur News : শব্দবাজি ফাটাতে গিয়ে বিপত্তি, পুলিশ নিষ্ক্রিয় করার পর কী ভাবে দুর্ঘটনা? প্রশ্ন
শুরু রাজনৈতিক তরজা
পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের ‘বোঝাপড়া’ রয়েছে বলে একাধিক অভিযোগ করেছিল বিজেপি। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই মাঠে নেমে পড়ে গেরুয়া শিবির। এ ব্যাপারে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, “আমরা বিরোধীরা বরাবর দাবি করে এসেছি পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। যে ভিডিয়ো আপনারা দেখতে পারছেন এটা অন্তত আমাদের কাছে নতুন নয়। জনগণ দেখুন কী ভাবে পুলিশ নির্লজ্জের মতো তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিধায়কের জন্মদিনে জন্মদিন পালন করছে।” এর পাশাপাশি ওসির অপসারণের দাবিও জানানো হয়েছে।Suvendu Adhikari : হাতে ‘গেট ওয়েল সুন’ পোস্টার, খড়গপুরের কাছে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন
যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে স্বয়ং বিধায়ক বলেন, ‘‘যে কেউ এক জন বিধায়ককে শুভেচ্ছা জানাতে আসতেই পারেন। এটাই তো বাংলার সংস্কৃতি। এ নিয়ে রাজনীতি করার তো কিছু নেই!’’ আর যাঁকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে, সেই ওসি জানিয়েছেন, “এলাকার বিধায়ক। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। তখন কেক কাটা চলছিল। শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version