Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় ফের CBI তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – calcutta high court again gives cbi investigation on recruitment scam case
নিয়োগ দুর্নীতি মামলায় ফের CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের। “কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরির জন্য কোর্টে আবেদন করল কমিশন?” তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে CBI-এর আইনজীবীর অনুপস্থিতি নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। পুরো বিষয়টি এতটা হালকাভাবে নেবেন না। আগামীদিনে নজর দেবেন, গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি দেখবেন।”
উল্লেখ্য, ১৮ নভেম্বর মানিক ভট্টাচার্যের মামলা সুপ্রিম কোর্টে ওঠে। সেই সময় CBI-এর আইনজীবী অনুপস্থিত ছিলেন। তা নির্দেশনামায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি দেখেই কার্যত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি CBI-এর আইনজীবীকে বলেন, “মামলাগুলি ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টে গিয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলাগুলিও গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে পদক্ষেপ করা উচিত CBI-এর।” গুরুত্ব সহকারে পুরো বিষয়টি দেখার কথা বলেন তিনি। আগামী ৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

 

Justice Abhijit Gangopadhyay : সোমবারের মধ্যে নির্দেশ কার্যকরী না হলে টেট পরীক্ষা বন্ধ! ফের হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো উত্তাল রাজ্য। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। মানিকের পাশাপাশি তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নজরে রয়েছে তদন্তকারীদের। তাঁদের অ্যাকাউন্টগুলি থেকে কত টাকার আর্থিক লেনদেন হয়েছে, সেই বিষয়টির উপরেও নজরদারি চালানো হচ্ছে।

Calcutta High Court : ‘নিয়োগ মামলায় রাজ্য-SSC অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
এদিকে SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ED। তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এই রাশি রাশি টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চমকে উঠেছিলেন আম বাঙালি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, অর্পিতার সঙ্গে বা এই অর্থের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যদিও এই বিষয়ে সুর চড়াতে শুরু করেছিলেন বিরোধীরা।

CBI : কতদিনে তদন্ত শেষ হবে, প্রশ্নে সিবিআই
এরপরেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। নিয়োগ দুর্নীতি নিয়ে সুর চড়াতে শুরু করেন বিরোধীরা। বাংলার যোগ্য প্রার্থীরা প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছে বলেও দাবি করেছিলেন তাঁরা। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়, আইন আইনের পথে চলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version