কয়েকদিন আগে হাওড়া স্টেশনের (Howrah Station) ওভারহেড পোস্টে উঠে পড়েছিলেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাঁকে নামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছিলেন পুলিশকর্মীরা (Howrah Police)। আর এবার হাওড়া ব্রিজের (Howrah Bridge) মাথায় উঠলেন এক ব্যক্তি। বিকেলের দিকে হাওড়া ব্রিজের মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা যা তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশকর্মীরা।

 

 

হাওড়া ব্রিজের মাথায় ব্যক্তি

হাইলাইটস

  • হাওড়া ব্রিজের মাথায় উঠলেন এক ব্যক্তি
  • বিকেলের দিকে হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে
  • এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়ায়
West Bengal News : হাওড়া ব্রিজের (Howrah Bridge) মাথায় উঠে পড়লেন এক ব্যক্তি। আচমকা বিকেলের দিকে হাওড়া ব্রিজের মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা যা তাঁকে। সেখানে হাঁটাচলা করতেও দেখা গিয়েছে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় দমকল ও পুলিশের আধিকারিকদের। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে কয়েকদিন আগে হাওড়া স্টেশনের (Howrah Station) ওভারহেড পোস্টে উঠে পড়েছিলেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে সেখান থেকে নামানো সম্ভব হয়। জানা গিয়েছিল, ট্রেন (Train) ধরার জন্যই নাকি তিনি সেই ওভারহেড পোস্টে উঠেছিলেন।

বিস্তারিত আসছে…

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version