সপ্তাহের কর্মব্যস্ত দিন। নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন অনেকেই। কিন্তু, রাস্তায় কোথাও যানজটের সমস্য়া আটকে পড়তে হবে না তো? রইল শহরের বিস্তারিত ট্রাফিক আপডেট (Traffic Update)…
সূত্রের খবর, তারাতলা টাঁকশালের সামনে একটি গাড়ি বিকল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডায়মন্ড হারবার রোডে ট্রাফিকের অতিরিক্ত চাপ রয়েছে। মানিকতলা ক্রসিংয়ের সামনে একটি বাস বিকল হয়ে যায়। ফলে পূর্বমুখী ট্রাফিক কিছু ধীরগতির সম্মুখীন হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বিবেকানন্দ রোড থেকে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই রাস্তায় যানচলাচল স্বাভাবিক।

Santragachi Bridge : সাঁতরাগাছি ব্রিজ সংস্কারের জেরে সপ্তাহের প্রথম দিনেই তীব্র যানজট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
বুধবার বিধান সরণিতে সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি মিছিল যাওয়ার পরিকল্পনা রয়েছে। যাতে যানজটে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেজন্য আগে থেকেই যানচলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এদিন শহিদ ক্ষুদিরাম বোস রোডে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। একইসঙ্গে হাজরা রোডে বেলা ১২ টাকা থেকে একটি জমায়েত হওয়ার কথা। ফলে সেই সময় এই রাস্তার উপর ট্রাফিকের অতিরিক্ত চাপ থাকত পারে। এদিকে দুপুর ২টোর সময় সার্দান অ্যাভিনিউতে একটি সংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে রানি রাসমনি রোড পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা। পাশাপাশি দুপুর ২টোর সময় জহরলাল নেহেরু রোডের উপর দিয়ে একটি মিছিল যাওয়ার কথা রয়েছে।

Santragachi Bridge Traffic: শুক্র রাত থেকে দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ! যানজট এড়াতে বিকল্প রুট জেনে নিন
উল্লেখ্য, সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge) সংস্কারের কাজ চলছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে এই সেতু পারাপারে বিস্তর সমস্যা হয়েছিল। কারণ একটি লেনের উপর দিয়েই দু’ দিকের গাড়ি চলাচল করছিল। কিন্তু, এরপরেই যানজট রুখতে একাধিক পদক্ষেপ করা হয় হাওড়া সিটি পুলিশের তরফে। ব্যবহার করা হয় ড্রোন। এর মাধ্যমে কোথায় কত যানজট রয়েছে সেই বিষয়টি দেখা হয় এবং নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে দুই দিকের গাড়ি ছাড়া হচ্ছে। বুধবার সেভাবে এই সেতুর উপর যানজটের সমস্যা দেখা যায়নি। নির্দিষ্ট সময় অন্তর ছাড়া হচ্ছে গাড়ি। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, যানজট যাতে না হয় সেজন্য তৎপর পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version