জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদত্যাগী দুই বিধায়কের পাশে তাকে আসন দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন। তিনি গেলেন না অনুষ্ঠানে। ট্যুইট করে এ কথা জানান তিনি। রাজ্যপালের কাছে আলাদা করে দেখা করার সময় চেয়েছেন তিনি। রাজভবনের গেট থেকে ফিরতে হয়েছে আমাকে ও সুকান্ত মজুমদারকে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। 

মন্ত্রী, আমলা, সমাজের গণ্যমান্য, ব্যক্তি কিছু বাছাই করা সাংসদ সকলেই অতিথি তালিকায় ছিলেন। তালিকা তৈরি করা থেকে আমন্ত্রণ, বসার ব্যবস্থা সবটাই রাজ্য সরকার করে। এখানে আসন বন্টনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। কিছুটা প্রটোকলে বাধা থাকি সকলে। ২৯৪ জন বিধায়ককে ডাকলে আমি এ প্রশ্ন করতাম না, কিন্তু দলত্যাগী দুই বিধায়ক কেন আমন্ত্রিত? নিকৃষ্ট রাজনীতির সাক্ষী থাকল রাজ্য। কিন্তু তার অপপ্রয়োগ করল ক্ষমতার। 

আমি আমার পদমর্যাদার সঙ্গে আপোষ করব না। অতীতে কেউ কখনই এই চেয়ারের মর্যাদা হ্রাস করেননি। প্রতিহিংসার রাজনীতি, পুলিস দিয়ে আটকাতে পারছেন না। আমার বায়োগ্রাফিতে লেখা থাকে শুভেন্দু অধিকারীর কাছে হেরে তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version