West Bengal News নিয়ন্ত্রণহীন চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘাতক গাড়িটিকে আটক করে স্থানীয়রা। সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১০ লাখ টাকা। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে (Barasat)। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় গাড়িতে। পরে ঘাতক গাড়ির চার যাত্রীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাস্থলেই প্রাণ হারান রাজু মল্লিক (৫৭) নামে এক প্রৌঢ়। তাঁর বাড়ি বারাসতেরই উত্তরণে।

Road Accident : নিউটাউন মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বারাসত বামনমুড়ো এলাকায় চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। স্থানীয়রা তখনই ধরে ফেলে ঘাতক গাড়িটিকে। বামনমুড়োর কাছে এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কা মেরে ওই চারচাকা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেইসময় স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকায়। গাড়িতে মোট চারজন যাত্রী ছিলেন। গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় এক বাসিন্দা জানান, “গাড়িটি ধাক্কা মারার পর এলাকার ভেতর দিয়েই খুব দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকেই দূরের আরেকটি মোড়ে গাড়িটির পাড়ার লোকজন ধরে ফেলে। গাড়িটির যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলার সময়ই সন্দেহ হয় স্থানীয়দের। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।” আরেক স্থানীয় এক বাসিন্দা বলেন, “স্থানীয় লোকজন তাড়া না করলে গাড়িটি নিয়ে প্রায় পালিয়ে গিয়েছিল চালক। পরে আটক হওয়া গাড়ি ও চার জনকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।”

Nadia Accident : শান্তিপুরে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, সাহায্যে অগ্রণী ভূমিকায় কনেপক্ষ
পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে খবর দেওয়া হয় বারাসত থানায় (Barasat Police station)। বারাসাত থানায় খবর দিলে পুলিশ গিয়ে চারজনকে উদ্ধার করে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে বারাসাত হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারাসাত থানার পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে নয় লাখ আশি হাজার টাকা উদ্ধার করে বলে পুলিশ সূত্রে খবর। যদিও গাড়ির মালিকের বক্তব্য, কাটিয়াহাটে তাঁদের লোহার রডের ব্যবসা আছে। সেই রডের ব্যবসার টাকা কালেক্ট করেই তাঁরা একত্রিত করে নিয়ে আসছিল। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Nadia News : ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হরিণঘাটায়, কারণ ঘিরে রহস্য
বারাসত থানার পুলিশ জানিয়েছে, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে এত পরিমাণ টাকা ব্যবসার টাকা নাকি অন্য কোনও বিষয় রয়েছে সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version