বুধবার শপথ নিলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যদিও এই অনুষ্ঠানে গরহাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলবদলু দুই বিধায়কের পাশে আসন থাকায় রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু যাবেন না বলে টুইট করে জানিয়ে দেন।

 

হাইলাইটস

  • রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত শুভেন্দু অধিকারী
  • দলবদলু 2 বিধায়কের পাশে আসন থাকায় রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির তিনি
  • টুইটারে এনিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা
West Bengal News : বুধবার শপথ নিলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর মন্ত্রী সভার সদস্যরা। এছাড়াও ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। আর তাঁদের ঠিক পিছনের সারিতেই দেখা গিয়েছিল বর্ষীয়ান বাম নেতা বিমান বসুকেও। শপথ নেওয়ার পরই একে একে সবার সঙ্গেই সৌজন্য বিনিময় করতে দেখা যায় রাজ্যপালকে। এমনকী, বিমান বসুর সঙ্গেও কথা বলেন তিনি। যদিও এই শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে টুইট করে শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন, যে দল বদল করা দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের পাশে তাঁর আসন রাখায় তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না। আর পরে রাজ্যপালের থেকে সময় চেয়ে নিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন। পাশাপাশি রাজ্যপালকে শুভেচ্ছাও জানান তিনি। উল্লেখযোগ্য হল, এই টুইটে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কেও ট্যাগ করেন। C V Ananda Bose : কলকাতায় নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস, স্বাগত জানালেন ফিরহাদ
টুইটারে কী লেখেন শুভেন্দু?
এদিন সকালেও একাধিক টুইট করতে দেখা যায় শুভেন্দুকে। সেখানে রাজভবনে বসার আয়োজনের একটি ছবিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা গিয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের আসন শুভেন্দুর আসনের পাশেই রাখা হয়েছে। সেখানে সবার চেয়ারে লেখা রয়েছে নাম। এই ছবি পোস্ট করার পর শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ায় ডক্টর সি ভি আনন্দ বোসকে আন্তরিক অভিনন্দন। এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ। ভারপ্রাপ্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বসার ব্যবস্থা করা হয়েছে।”

দুই দলবদলু বিধায়কের পাশে তাঁর বসার আয়োজন করা নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু লেখেন, “অসভ্য রাজনীতির একেবারেই লজ্জাজনক উদাহরণ। আমি অনুষ্ঠানে যোগ দেব না কারণ আমার পক্ষে এই ধরনের আপত্তিকর ব্যক্তিদের পাশে আসন গ্রহণ করা সম্ভব নয়। আমি মাননীয় রাজ্যপালকে অনুরোধ করেছি যাতে কোনও এক সময় তাঁর সুবিধা অনুযায়ী আমাকে আলাদাভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট দেন।”
এরপর মমতাকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “নন্দীগ্রাম ১৯৫৬” নিয়ে এখনও দুঃস্বপ্ন দেখেন। তাই ঈর্ষার বশবর্তী হয়ে এটা করছেন তিনি। তাঁকে “সাংবিধানিক নিয়মকে হেয় করার জন্য নিরলস সাধনার প্রতিহিংসামূলক পুরস্কার” দেওয়া উচিত ছিল।” West Bengal Governor : শপথগ্রহণ করলেন সি ভি আনন্দ বোস, গরহাজির বিরোধী দলনেতা শুভেন্দু
আসন নিয়ে ক্ষোভ শুভেন্দুর
রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানের পর একটি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “কিছু কিছু মানুষকে তাঁদের পদের জন্যই এই সব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু, সেখানে এমন দুই মানুষকে আমন্ত্রণ জানানো হল যে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কোন প্রোটোকলের ভিত্তিতে তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল? রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এগুলি করা হয়েছে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version