Produced by Arijit Dey | Lipi | Updated: 28 Nov 2022, 7:57 pm

বিভিন্ন সময়ে কেশপুরের (Keshpur) গোষ্ঠীকোন্দল তৃণমূলের (Trinamool Congress) মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছ। গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আজ আরও একবার গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের এই ব্লক। রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা (Seuli Saha) গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মী সমর্থকরা। নির্বাচনের আগে পরিস্থিতি কীভাবে সামাল দেবে তৃণমূল নেতৃত্ব, সেটাই এখন দেখার।

 

আবার শাসক কোন্দলে উত্তপ্ত কেশপুর। নিজস্ব ছবি।

হাইলাইটস

  • পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দলীয় কোন্দলের জন্য ভেস্তে গেল তৃণমূলের বৈঠক
  • আগামী বছর রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন
  • গোষ্ঠী কোন্দল শাসকদল তৃণমূল কংগ্রেসের মাথাব্যথার প্রধান কারণ
Panchayat Election: আগামী বছর রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তার আগে গোষ্ঠী কোন্দল শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congeress) মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে রাজ্যের আরও এক জেলায় প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠী কোন্দল। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে (Keshpur) দলীয় কোন্দলের জন্য ভেস্তে গেল শাসকদলের গুরুত্বপূর্ণ বৈঠক। পার্টি অফিসের ভিতর ব্লক সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। কেশপুর তৃণমূলকর্মীর একাংশ জানিয়েছে, সোমবার দুপুরের কেশপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে চারটি অঞ্চলের সভাপতি ঘোষণার জন্য বৈঠক ডেকেছিল তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ রফিক, যুব তৃণমূল সভাপতি আসিফ ইকবাল এবং ব্লকের অন্যান্য নেতৃত্ব বৈঠক যোগ দেওয়ার জন্য দলীয় কার্যালয়ে আসেন। বৈঠক শুরুর আগে বাঁধে বিপত্তি ব্লক সভাপতিকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন নিচুতলার কর্মী সমর্থকরা।

Medinipur News : ‘দলে থেকে বিরোধিতা বরদাস্ত করা হবে না!’ হুঁশিয়ারি শিউলি সাহার
দলীয় অফিসে তৃণমূলকর্মীদের এই বিক্ষোভ ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দলীয় বৈঠকে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে তা আন্দাজ করে আগেভাগে দলীয় কার্যালয় চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। দলীয় নেতৃত্বকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের বৈঠক এমন পর্যায়ে পৌঁছয়, যে শেষমেশ বৈঠক বাতিল করে দিতে বাধ্য হন তৃণমূল নেতৃত্ব।

June Maliah : ‘… পঞ্চায়েতে কোনও নেতার বউ প্রার্থী নয়!’ দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি জুনের
বিভিন্ন সময়ে শাসকদলের দলীয় কোন্দলে হয়েছে কেশপুর। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঝড়েছে রক্তও। হাজার চেষ্টা করেও কোন্দলে রাশ টানতে পারেনি জেলা তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন সামনে আসতে সোমবার আরও একাবার অভ্যন্তরীণ কোন্দলে তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। এমনকী সাম্প্রতিক অতীতেও গোষ্ঠীকোন্দলে অশান্ত হয়ে উঠেছিল কেশপুর। কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহার গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শাসকদলের কর্মী সমর্থকরা। দলীয় নেতৃত্বের তরফে ক্ষোভ মেটানোর বার্তা দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দলরে নিচু তলার কর্মীদের মতোবিরোধের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ রফিক।

Mamata Banerjee 21 July Speech: “বাড়িতে গিয়ে গরম জলে স্নান ও অ্যান্টি অ্যালার্জিক ওষুধ”, কাকভেজা কর্মীদের পরামর্শ ‘কেয়ারিং’ দিদির
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই এলাকায় এলাকায় প্রচারে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। দলীয় সভা সমাবেশ থেকে যখন কার্যত সব আসনে জেতার কথা শোনা যাচ্ছে, তখন একের পর এক গোষ্ঠীকোন্দল ঘাসফুল নেতাদের আশঙ্কা বাড়াচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টন শুরু হলে কোন্দল যে আরও চরম পর্যায়ে পৌঁছতে পারে সেকথা জানেন নেতারা। পরিস্থিতি সামাল দিতে তারা কী পদক্ষেপ নেন, সেটাই দেখার।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version