দুঃসাহসিক চুরির ঘটনা নদিয়ায় (Nadia)। গৃহস্থের বাড়ি থেকে 5 লাখ টাকার গয়না সহ নগদ অর্থ চুরি। দুই মহিলা ঘরে ঢুকে গৃহিণীকে শৌচালয়ে আটকে দিয়ে চুরি করে পালায় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায় (Shantipur Police Station)। গোটা ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হাইলাইটস
- দুঃসাহসিক চুরির ঘটনা নদিয়ায়।
- গৃহস্থের বাড়ি থেকে 5 লাখ টাকার গয়না সহ নগদ অর্থ চুরি।
- ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়
জানা গিয়েছে, সোমবার সকাল ৮ টা নাগাদ ওই এলাকার বাসিন্দা দিলীপ দাসের স্ত্রী বাথরুমে গিয়েছিলেন স্নান করতে। ঘরের গ্রিল ছিল খোলা। সেই সুযোগে দুই মহিলা ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ঘরের গৃহিণী শৌচালয়ে আছে বুঝতে পেরে ছিটকিনি দিয়ে দেয়। গৃহিনী শৌচালয়ের ভেতর আটকে পড়েন। এরপরেই দিলীপ দাসের স্ত্রীর ব্যাগ থেকে আলমারির চাবি নিয়ে লকার খোলা হয়। অভিযোগ, লকারের ভেতরে রাখা ১০ ভরি সোনা এবং নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে পলাতক হয়ে যায় ওই দুই মহিলা।
বেশ কিছুক্ষণ বাড়িতে ফেরেন গৃহকর্তা দিলীপ দাস। তিনি বাড়িতে এসে বাথরুমের ছিটকিনি খুলে দেন। এরপরে লক্ষ্য করেন সামনের ঘরে রাখা টেবিলের উপরে রাখা মোবাইল ফোন নেই। তখনই সন্দেহ হয় তাঁদের। বুঝতেই পারেন ঘর থেকে চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে ঢুকে দেখা যায় আলমারির লকার খোলা অবস্থায় রয়েছে। মাথায় হাত পড়ে যায় দুজনের। চুরির ঘটনার পরেই শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার। একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে। এই চুরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
তবে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনার পরে এখন রীতিমতো আতংকে প্রতিবেশী পরিবারগুলি। স্থানীয় বাসিন্দাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। ওই দুই মহিলাকে এলাকায় আগে দেখা গিয়েছে, সে ব্যাপারেও খোঁজখবর চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরে চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
