স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনগণের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগরের প্রশাসনিক সভা শেষে টাকিতে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা দেখেন অনেক মানুষ তাঁকে দেখার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছেন। গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। স্থানীয় মহিলারা শঙ্খ ও উলু ধ্বনি দিয়ে মমতাকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন মমতা।
হাইলাইটস
- গাড়ি থেকে নেমে হাত জোড় করে ভিড়ের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী
- টাকি রাজবাড়ি ঘাটে এই ঘটনা ঘটেছে
- উপস্থিত জনতার মধ্যে তৈরি হওয়ার উন্মদনা ছিল চোখে পড়ার মতো
গাড়ি থেকে নেমে হাত জোড় করে ভিড়ের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে হাতের নাগালে পেয়ে সেখানে উপস্থিত জনতার মধ্যে তৈরি হওয়ার উন্মদনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তারপর সেখান থেকে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেয় মুখ্যমন্ত্রী কনভয়।
আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তার ঠিক আগেই মমতার এই উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তর ২৪ পরগণা রাজ্যের সব থেকে বড় জেলা। কয়েকমাস আগে এই জেলা ভেঙে পৃথক ইছামতী ও বসিরহাট জেলা তৈরি কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা ভাগ আদৌ বাস্তবায়িত হবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগের সুযোগ তাই কোনওভাবেই হাতছাড়া করেননি মুখ্যমন্ত্রী।
বনবিবির মন্দিরে পুজো দিয়ে হিঙ্গলগঞ্জের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেলা ও ব্লক প্রশাসনের গাফিলতিতে সভার তাল কাটে। মঞ্চ দাঁড়িয়ে মারাত্মক ক্ষুব্ধ হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চ থেকে ১৫ হাজার শীতবস্ত্র প্রদানের কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু জানা যায়, শীতবস্ত্রগুলি সভাস্থলে নিয়ে আসা হয়, স্থানীয় BDO অফিসে রেখে দেওয়া হয়েছে। এই কথা শুনে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে ভর্ৎসনা করে মমতা বলেন, “তোমার থেকে আমি এটা আশা করিনি। এখানে আসব বলে তিনদিন আগে আমি পোশাকগুলি কিনে রেখেছিলাম।” মঞ্চে বসে মিনিট দশেক অপেক্ষা করেন মমতা, তড়িঘড়ি শীতবস্ত্র নিয়ে আসা হলে তিনি তা স্থানীয়দের মধ্য বিতরণ করেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ