এই সময়: রাজ্যের প্রাপ্য নিয়ে কেন্দ্রের কাছে অর্থ বরাদ্দের দাবি জানাতে দিল্লিতে সর্বদল টিম পাঠানোর প্রস্তাব পাশ হলো বিধানসভায়। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পেশ করা প্রস্তাব মঙ্গলবার বিধানসভায় সর্বসম্মতিতে গৃহীত হয়। প্রস্তাবকে বিজেপি সমর্থন করলেও এই টিমে শেষ পর্যন্ত বিজেপির বিধায়করা থাকবেন কি না, সেই সিদ্ধান্ত অবশ্য স্পষ্ট করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গঙ্গা ভাঙন-সহ নদী ভাঙন মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ চেয়ে এবং ঘাটাল ও কান্দি মাস্টার প্ল্যানের জন্যে অর্থ প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সর্বদল টিম পাঠানোর প্রস্তাব এ দিন বিধানসভায় গৃহীত হয়। শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষের পেশ করা প্রস্তাবকে বিজেপির মনোজ টিগ্গা, বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষের মতো বিধায়করাও সমর্থন করেন।

Suvendu Adhikari: শিক্ষা দুর্নীতি নিয়ে আনা মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভায় তুমুল হট্টগোল! ওয়াকআউট BJP-র
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১২ সদস্যের সর্বদল টিম দিল্লিতে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যাবে। সর্বদল টিম পাঠানোর প্রস্তাবকে সমর্থন করলেও শেষ পর্যন্ত বিজেপির বিধায়করা এই টিমে থাকবেন কি না, তা সরকারপক্ষ কী দাবিসনদ তৈরি করছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শুভেন্দু জানিয়েছেন। বিধানসভার প্রেস কর্নারে বিরোধী দলনেতা বলেন, ‘লিখিত প্রস্তাব এলে তা খতিয়ে দেখে সরকারকে আমরা সিদ্ধান্ত জানাব। কিন্তু আমরা দেখেছি, কেন্দ্র যে ১১ লক্ষ বাড়ি দেওয়ার কথা বলেছে, সেখানে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনা না-বলে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শুধু আবাস যোজনা বলে প্রচার করছে। রাজ্য গত এক-দেড় মাসে জনজীবন মিশন, সমগ্র শিক্ষা মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা পেয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী এক বারও ধন্যবাদ জানাননি।’

Suvendu Adhikari On Mamata Banerjee : ডেঙ্গি নিয়ে শুভেন্দুর আক্রমণ মমতাকে, পাল্টা তোপ চন্দ্রিমার
বিধানসভায় গত শুক্রবার সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবি নিয়ে সর্বদল টিম দিল্লিতে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। মমতার সেই কথার সূত্রেই এ দিন শোভনদেব প্রস্তাব পেশ করে বলেন, ‘ফরাক্কা ব্যারাজের মাধ্যমে গঙ্গা ভাঙন মোকাবিলায় কেন্দ্র অর্থ বরাদ্দ করুক, ঘটাল-কান্দি মাস্টার প্ল্যান ও সুন্দরবনের জন্যে অর্থ বরাদ্দ করা হোক। এই দাবি নিয়ে প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে সর্বদল টিম পাঠানো হোক। বামফ্রন্টের আমলেও এমন টিম দিল্লিতে গিয়েছে।’ এই প্রস্তাবের সঙ্গে যোগ করে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি অনেক দিন কেন্দ্রের কাছে পড়ে রয়েছে। এই সর্বদল টিম সেই বিষয়েও দিল্লিতে কথা বলুক।’ অধ্যক্ষ যে ১২ সদস্যর টিমের কথা বলেছেন তাতে সেচমন্ত্রী পার্থ ভৌমিক থাকবেন।

Mamata Banerjee : ‘রাজ্যের অর্থনীতি অবরুদ্ধ করার চেষ্টা’, নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার
তৃণমূলের সাত বিধায়ক এবং বিজেপির পাঁচ জন বিধায়ককে রাখার প্রস্তাব দিয়েছেন অধ্যক্ষ। রাজ্যের প্রবীণ মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘দিল্লিতে টিম পাঠানোর এটাই উপযুক্ত সময়। রাজ্যের মানুষের সুবিধা হবে।’ সরকারের দাবিসনদ দেখে সিদ্ধান্ত গ্রহণের কথা শুভেন্দু বললেও সর্বদল টিমে বিজেপি বিধায়কদের অংশগ্রহণের সম্ভবনা কম বলেই অবশ্য গেরুয়া শিবিরের একাংশের বক্তব্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version