বিয়েতে রাজি ছিলেন না প্রেমিকা। একাধিকবার প্রস্তাব দেওয়ার পরেও তা প্রত্যাখান পায়। কিন্তু, এরপরেই রীতিমতো প্রতিহিংসার আগুনে জ্বলতে শুরু করে প্রেমিক। এমনকী, প্রেমিকাকে ব্ল্যাকমেল করার জন্য তার ছেলের অপহরণও করেছিল সে। ঘটনার প্রেক্ষিতে সোনারপুর থানায় (Sonarpur Police Station) অভিযোগ জানিয়েছিল প্রেমিকা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই যুুবককে। ঠিক কী জানা যাচ্ছে? রইল বিস্তারিত
হাইলাইটস
- বিয়েতে রাজি ছিলেন না প্রেমিকা।
- অভিযোগ, মঙ্গলবার দুপুরে তরুণীর ছেলেকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায় তাপস দে।
- এরপর প্রেমিকাকে নানাভাবে বিয়ের জন্য ব্ল্যাকমেল করতে শুরু করে।
অভিযোগ, মঙ্গলবার দুপুরে তরুণীর ছেলেকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায় তাপস দে। এরপর প্রেমিকাকে নানাভাবে বিয়ের জন্য ব্ল্যাকমেল করতে শুরু করে। এরই প্রেক্ষিতে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বুধবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। শেওড়াফুলি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। উদ্ধার করা হয় শিশুটিকেও। জানা গিয়েছে, ওই শিশুটি সুস্থ আছে। তাঁকে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঠিক কী অভিযোগ?
ওই তরুণী বলেন, “ও বিয়ের কথা বলেছিল। কিন্তু, সেই সময় ওকে আমি জানিয়েছিলাম আমার সন্তান রয়েছে। আমি এখন স্বামীর সঙ্গে থাকি না, কিন্তু এখন বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সেই সময় ও বিয়ের দাবিতে অনড় ছিল। তখন ও ছেলের কিছু কাগজপত্র নিয়ে গিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে। আমি ওর কথা শুনে চলে গিয়েছিলাম তার বাড়ি। কিন্তু, সেখানে আমার সঙ্গে সঠিক আচরণ করত না। ছেলেকেও মারত। কোনওমতে ওর বাড়ি থেকে পালিয়ে আসি। এরপর থেকে ও আমাকে হুমকি দিত।”
তাঁর সংযোজন, “এরপর আমার ছেলে পরীক্ষা দিতে গিয়েছিল। সেখান থেকে ওকে তুলে নিয়ে যায়। তখনই সন্দেহ হয়। ওকে ফোন করে সুইচ অফ পাই। পরে বলে ওর কাছে না গেলে ছেলেকে ফেরত পাব না। আমার ছেলেকে ও ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছিল। এরপরেই পুরো বিষয়টি পুলিশে জানাই।” জানা গিয়েছে, শারীরিকভাবে সুস্থ থাকলেও ওই শিশুর মনের উপর গভীর প্রভাব পড়েছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ