Produced by Suman Majhi | Lipi | Updated: 4 Dec 2022, 8:21 pm

আর্থিক দুর্নীতির মামলায় রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন BJP প্রধানকে জামিন নেওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে তাঁকে ফের একই মামলায় গ্রেফতারের অভিযোগ।

 

নিজস্ব ছবি

হাইলাইটস

  • জামিনে মুক্ত থাকার পরেও পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে গ্রেফতারের অভিযোগ।
  • ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে।
  • এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে।
West Bengal News জামিনে মুক্ত থাকার পরেও রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের (Rampur Gram Panchayat) প্রাক্তন প্রধানকে গ্রেফতারের অভিযোগ। আর্থিক দুর্নীতির মামলায় রায়গঞ্জ (Raigunge) ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন BJP প্রধান অমল সরকারকে আদালত থেকে জামিন নেওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে তাঁকে ফের একই মামলায় গ্রেফতারের অভিযোগ উঠল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। যদিও রাত পোহাতেই রবিবার অমল সরকারকে রেহাই দেন রায়গঞ্জ জেলা আদালতের বিচারক।

West Bengal Blast : ভূপতিনগর বিস্ফোরণে NIA তদন্তের দাবি, অমিত শাহকে চিঠি লিখবেন সুকান্ত
স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে রামপুর গ্রাম পঞ্চায়েতের (Rampur Gram Panchayat) প্রাক্তন BJP প্রধান অমল সরকারকে গ্রেফতার করে পুলিশ। অমল সরকারের আইনজীবী জানান, গত মার্চ মাসে গ্রেফতার হন অমল সরকার। এরপর আদালতের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন তিনি। এমনকি গত ২৫ নভেম্বর তিনি আদালতে হাজিরাও দিয়েছেন। যে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গতকাল রাতে অমল সরকারকে গ্রেফতার করা হয়েছিল, সেটা গত ফেব্রুয়ারি মাসের পরোয়ানা যেটা রিকল করা হয়নি। প্রশাসনিক গাফিলতির জেরেই এরকমভাবে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি। অমল সরকার বলেন, “আমাকে কাল রাত একটার সময় তুলে নিয়ে আসা হয়। আমি জানিয়েছিলাম, ওই মামলায় আমি জামিনে মুক্ত রয়েছি। এরপরেও আমাকে তুলে নিয়ে আসা হয়। পুলিশের গাফিলতির জেরেই এরকমভাবে হেনস্থা করা হল। আমি বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।”

Alipurduar Court : একাধিক অভিযোগে তৃণমূল নেতা পাশাং লামার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল BJP নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অমল সরকার ও পঞ্চায়েত সচিব প্রশান্ত থোকদারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন BJP-র প্রধান অমল সরকার ও পঞ্চায়েতের সচিব প্রশান্ত থোকদারের বিরুদ্ধে। এই অভিযোগ করেছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মলয় সরকার।

Nisith Pramanik Minister : নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবি! ঢাক ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে প্রচার তৃণমূলের
গত ৪ মার্চ BJP নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। BJP নেতাকে আদালতে তোলা হলে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রায়গঞ্জ আদালত (Raiganj Court)। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতে। BJP-র প্রাক্তন প্রধান অমল সরকার এবং অভিযুক্ত পঞ্চায়েত সচিব প্রশান্ত থোকদারকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পরে জামিনে ছাড়া পান তারা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version