পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালিকা কুণ্ডুর বাসিন্দা ৩৪ বছরের সুরজিৎ মান্না হলদিয়া বন্দরে অস্থায়ী শ্রমিক হিসাবে পাইপ লাইনের ফিটারের কাজ করতেন৷ প্রতিদিনের মতো এদিনও সকালে কাজে যোগ দেন তিনি। সকাল ন’টার সময় পাইপ লাইনে কাজ করার সময় আমচকা পড়ে যান সুরজিৎ মান্না। এরপর বন্দরের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য৷ মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন দুর্গাচক থানায় হাজির হয়। পরিবারের লোকজন এই ঘটনা শোনার পরই কান্নায় ভেঙে পড়েন৷ সুরজিৎ মান্না কীভাবে পড়ে গেলেন, তা জানতে চাইছে পুলিশ৷
হলদিয়া বন্দরের কর্মরত বাকি শ্রমিকরা জানান, সুরজিৎ কাজ করছিলেন পাইপ লাইনের৷ হঠাৎ একটা আওয়াজ হয় জোরে৷ ওই আওয়াজ শুনে বাকি শ্রমিকরা ফিরে দেখেন, সুরজিৎ মান্না কাজ করতে করতে পড়ে গিয়েছেন৷ উপস্থিত শ্রমিকরাই বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে, সেখানকার চিকিৎসক এসে ওই শ্রমিক মৃত বলে জানিয়ে দেন৷ সুরজিৎ মান্নার মৃত্যুর পর খবর পেয়েই স্থানীয় পঞ্চায়েত সদস্য সুব্রত গোস্বামী র পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যান৷
তিনি বলেন, ‘‘যাতে দ্রুত মৃতদেহ পাওয়া যায় তার ব্যবস্থা করি। পরিবারের সদস্যদের পাশে রয়েছি।’’ এই ঘটনার খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ শোকাহত হলদিয়া বন্দরে কর্মরত শ্রমিকরা৷ তবে সুরজিৎ কীভাবে পড়ে গেল, সে ব্যাপারে তাঁরা জানেন না বলেই দাবি শ্রমিকদের৷ তবে এক অস্থায়ী কর্মীর বন্দরে কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় কোনও মন্তব্য করে চায়নি কর্তৃপক্ষ৷