হলদিয়া বন্দরে (Haldia Port) কর্মরত এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুরজিৎ মান্না (৩৪)। বাড়ি মহিষাদল থানার লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালিকা কুণ্ডুতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, হলদিয়া বন্দরে অস্থায়ী শ্রমিক (Temporary Worker) হিসাবে পাইপ লাইনের ফিটারের কাজ করতেন সুরজিৎ। এদিন সকালে পাইপ লাইনের কাজ করতে গিয়ে পড়ে যান৷ এরপরই তাঁর মৃত্যু ঘটে৷ খবর পেয়ে হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ (Durgachak Police Station) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রমিকদের মধ্যে। এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য৷

Nadia Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা বিদ্যুতের খুঁটিতে, শান্তিপুরে মৃত্যু তরতাজা যুবকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালিকা কুণ্ডুর বাসিন্দা ৩৪ বছরের সুরজিৎ মান্না হলদিয়া বন্দরে অস্থায়ী শ্রমিক হিসাবে পাইপ লাইনের ফিটারের কাজ করতেন৷ প্রতিদিনের মতো এদিনও সকালে কাজে যোগ দেন তিনি। সকাল ন’টার সময় পাইপ লাইনে কাজ করার সময় আমচকা পড়ে যান সুরজিৎ মান্না। এরপর বন্দরের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য৷ মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন দুর্গাচক থানায় হাজির হয়। পরিবারের লোকজন এই ঘটনা শোনার পরই কান্নায় ভেঙে পড়েন৷ সুরজিৎ মান্না কীভাবে পড়ে গেলেন, তা জানতে চাইছে পুলিশ৷

Purulia News : কুয়ো থেকে জল তুলতে গিয়ে বিপত্তি! বাড়ির পাশেই মর্মান্তিক মৃত্যু মহিলার
হলদিয়া বন্দরের কর্মরত বাকি শ্রমিকরা জানান, সুরজিৎ কাজ করছিলেন পাইপ লাইনের৷ হঠাৎ একটা আওয়াজ হয় জোরে৷ ওই আওয়াজ শুনে বাকি শ্রমিকরা ফিরে দেখেন, সুরজিৎ মান্না কাজ করতে করতে পড়ে গিয়েছেন৷ উপস্থিত শ্রমিকরাই বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে, সেখানকার চিকিৎসক এসে ওই শ্রমিক মৃত বলে জানিয়ে দেন৷ সুরজিৎ মান্নার মৃত্যুর পর খবর পেয়েই স্থানীয় পঞ্চায়েত সদস্য সুব্রত গোস্বামী র পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যান৷

Durgapur Steel Plant: ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মর্মান্তিক দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে ছিন্নভিন্ন কর্মীর দেহ
তিনি বলেন, ‘‘যাতে দ্রুত মৃতদেহ পাওয়া যায় তার ব্যবস্থা করি। পরিবারের সদস্যদের পাশে রয়েছি।’’ এই ঘটনার খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ শোকাহত হলদিয়া বন্দরে কর্মরত শ্রমিকরা৷ তবে সুরজিৎ কীভাবে পড়ে গেল, সে ব্যাপারে তাঁরা জানেন না বলেই দাবি শ্রমিকদের৷ তবে এক অস্থায়ী কর্মীর বন্দরে কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় কোনও মন্তব্য করে চায়নি কর্তৃপক্ষ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version