পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিত মহিলা গত ২৩ সেপ্টেম্বর একবালপুর থানায় অভিযোগে জানান, ২০২০ সালে বিয়ে হয়েছিল শাহরুখ ও সাফিয়ার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নিত্য অত্যাচার চলত। টাকার দাবিতে স্বামী, দেওর ছাড়াও ননদ নন্দাইও গায়ে হাত তুলত বলে অভিযোগ করেন তিনি। সাত লাখ টাকা দেওয়ার পরও দাবি মেটেনি। ৪০ লাখ টাকার দাবিতে নিত্য নতুন অত্যাচার শুরু হয়। গত ১০ অগাস্ট হাত পা বেঁধে গণধর্ষণ করা হয় বলে অভিযোগে জানিয়েছিলেন তিনি। এমনকী ওই ঘটনার পরই মাথায় বন্দুক ঠেকিয়ে ডির্ভোস পেপারে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এমনকী আত্মীয়দের উপস্থিতিতে তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টাও নাকি করা হয়েছিল বলে অভিযোগ।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আগেই পুলিশ আগেই দেওর মহম্মদ সমীরকে গ্রেফতার করেছিল। অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিল স্বামী মহম্মদ শাহরুখ ওরফে কলুয়া ভিকি। গোপন সূত্রে খবর পেয়ে ভবানীপুরের ধাবা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে
ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (বধূ নির্যাতন), ৩০৭ (খুনের চেষ্টা), ৩৭৬ডি (ধর্ষণ), ৪০৬ (বিশ্বাসঘাতকতা), ৩২৪ (মারাত্মক অস্ত্র দিয়ে মারধর),
৫০৬ (হুমকি), ৩৪ (একই উদ্দেশে অপরাধ), ২৫/২৭ (আর্মস অ্যাক্ট), ৩ এবং ৪ ডিপি অ্যাক্টেও মামলা দায়ের হয়েছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।