হুগলির বলাগড় বিজয় কৃষ্ণ কলেজকে টেট পরীক্ষার কেন্দ্র করা হয়েছিল। আর সেই কলেজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন একাধিক বাউন্সার। পরীক্ষা কেন্দ্রের বাইরে তাদের দেখা মিলেছিল। নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছিল এই কেন্দ্রে।

 

হাইলাইটস

  • হুগলির বলাগড় বিজয় কৃষ্ণ কলেজকে টেট পরীক্ষার কেন্দ্র করা হয়েছিল
  • বলাগড় বিজয় কৃষ্ণ কলেজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন একাধিক বাউন্সার
  • পরীক্ষা কেন্দ্রে ঢেলে সাজানো হয়েছিল নিরাপত্তা
TET Exam 2022 : পরনে কালো শার্ট ও প্য়ান্ট। আর তার সঙ্গে মাথায় কালো টুপি। তাঁরা বাউন্সার (Bouncer)। টেট পরীক্ষা (TET Exam) কেন্দ্রের বাইরেই দেখা তাদের দেখা মিলল। একেবারে গেটের মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁদের। সব সময় তাঁদের চোখ ঘুরছে চারিপাশে। টেট পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় তার জন্যই পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছিল এই বাউন্সারদের। বেশ কয়েকজন বাউন্সারকেই নিয়োগ করা হয়েছিল হুগলির (Hooghly TET Exam Centre) এই টেট পরীক্ষা কেন্দ্রের বাইরে। TET Examination 2022: ৬ বছরের প্রতীক্ষার অবসান, কড়া নিরাপত্তায় শুরু টেট
পাঁচ বছর পর রাজ্যে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল গোটা রাজ্যে পরীক্ষার্থী প্রায় সাত লাখ। পরীক্ষা কেন্দ্রগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। কেন্দ্রের গেটে রাজ্য পুলিশ নিরাপত্তার দ্বায়িত্বে থাকলেও কেন্দ্রের ভিতরে বেসরকারি নিরাপত্তারক্ষী বা বাউন্সার রাখা হয়। পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়। কোনও রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় পর্ষদের নিষেধাজ্ঞা রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে তবে পরীক্ষার হলে ঢুকতে পারেন পরীক্ষার্থীরা। TET 2022: ইন্টারনেট বন্ধ থেকে সিসিটিভি নজরদারি, টেট নিয়ে অগ্নিপরীক্ষায় পর্ষদ থেকে নবান্ন
এ প্রসঙ্গে বলাগড় বিজয় কৃষ্ণ কলেজের অধ্যক্ষ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “পর্ষদ থেকে বাউন্সার দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা গেট দিয়ে ঢোকার পর মেটাল ডিটেক্টর দিয়ে চেক করছে। তারপর ঘরে ঢোকার পর বায়োমেট্রিক হাজিরা নেওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থীর ছবি তুলে সেই ছবি অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে তবে তাদের হলে ঢুকতে দেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ আর ভিতরে বেসরকারি বাউন্সার নিরাপত্তা বেশ কড়া টেট পরীক্ষার জন্য।”TET 2022: বহরমপুরে ব্যাপক যানজটে টেট পরীক্ষার্থীরা, ছয় জেলায় বন্ধ ইন্টারনেট
টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করানোই কড়া চ্যালেঞ্জ ছিল পর্ষদ থেকে প্রশাসনের কাছে। নিরাপত্তার ফস্কা গেরো থেকে বাঁচতে পর্ষদের কন্ট্রোল রুম থেকে ওএমআর থেকে পরীক্ষা সমস্ত কিছুর উপর চলবে নজরদারি। পরীক্ষায় টুকলি রুখতে ছয় জেলায় পরীক্ষা চলাকালীন তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট। TET 2022: বোলপুরে টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ, ব্যাগ রাখা নিয়ে জায়গায় জায়গায় সমস্যার অভিযোগ
প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন অন্তত এক জন করে ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। কেন্দ্রের বাইরে জমায়েত আটকাতে মোতায়েন ছিল একাধিক পুলিশকর্মী। সকাল আটটা থেকেই রাস্তায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version