Pradhan Mantri Awas Yojana : আপনি কি দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বাসিন্দা ? আবাস যোজনা (Awas Yojana) নিয়ে আপনার কোনও অভিযোগ বা বক্তব্য আছে ? আপনার মহকুমা অঞ্চল অনুযায়ী সরাসরি অভিযোগ পৌঁছে দিতে পারেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে। তার জন্য মহকুমা ভিত্তিক নির্দিষ্ট ফোন নম্বর চালু করা হল জেলা প্রশাসনের তরফে।

Awas Yojana Helpline Number : আবাস যোজনা নিয়ে সাহায্য প্রয়োজন? পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা সেভ করুন এই নম্বরগুলি
● বারুইপুর (Baruipur) সাব ডিভিশনের জন্য –

ল্যান্ডলাইন নম্বর : ০৩৩ ২৪৩৩ ১০৮১
মোবাইল নম্বর : ৮৪৩৬৩৪৮৮১৮

● ডায়মন্ড হারবার (Diamond harbour) মহকুমার জন্য –

ল্যান্ডলাইন নম্বর : ০৩১৭৪ ২৫৫২২২
মোবাইল নম্বর : ৯০৮৩৩৮৭৯০১

● ক্যানিং (Canning) মহকুমার জন্য –

ল্যান্ডলাইন নম্বর : ০৩২১৮ ২৫৫৩৪০
মোবাইল নম্বর : ৯০৬৬৪ ৩১১৬০

● কাকদ্বীপ (Kakdwip) মহকুমার জন্য –

ল্যান্ডলাইন নম্বর : ০৩২১০ ২৫৫২০০ / ০৩২১০ ২৫৫৩৮১

● সদর (Alipur Sadar) মহকুমার জন্য –

মোবাইল নম্বর – ৬২৮৯৮৯৬২৭০/ ৮৯১০৩৫০৬০২

PM Awas Yojana Gramin : আশাকর্মীদের হেনস্থার জের, আবাস যোজনার বাড়ি পরিদর্শনে জেলার প্রশাসনিক কর্তারা
আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে অভিযোগের বাড়বাড়ন্তের কারণে সংশ্লিষ্ট জেলার প্রতিটি সরকারি দফতরেই ‘অভিযোগ বাক্স’ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুরু থেকেই। তবে কন্ট্রোল রুমে ফোন করে যাতে উপভোক্তারা তাঁদের অসুবিধার কথা জানাতে পারেন, তাঁদের অভিযোগ যাতে গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে অভিযোগ খতিয়ে দেখা হয় সে ব্যাপারে ইতিমধ্যেই কড়া নির্দেশ এসেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে। উপরোক্ত নম্বরগুলো যাতে সবসময় চালু থাকে, যান্ত্রিক গোলযোগ যাতে না থাকে, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

বিগত কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাধিক জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। গত ১৩ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলাশাসক সুমিত গুপ্তা (District Magistrate) আবাস প্লাসের অধীনে সুবিধা প্রাপ্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি পরিদর্শনে যান৷ এদিন তিনি বিষ্ণুপুর এক ব্লক এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আওয়াস প্লাসের অধীনে সুবিধাভোগীদের প্রায় ১৭টি বাড়ি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন করে ঠাকুরপুকুর মহেশতলা (Thakurpukur Maheshtala) ব্লকের অধীনে ছ’জন অযোগ্য উপভোক্তার খোঁজ পান জেলাশাসক সুমিত গুপ্তা৷

Pradhan Mantri Awas Yojana : ‘অট্টালিকার মালিক’রাও আবাস যোজনার আওতায়! মাঠে নেমে ৬ জনের নাম বাদ জেলাশাসকের
এর আগে ঘর না পাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। সম্প্রতি বাসন্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা প্রকাশ হয়। এলাকাবাসীর অভিযোগ ছিল, বাসন্তী ব্লকের বিভিন্ন এলাকায় যেসব মানুষের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের সিংহভাগেরই তালিকায় নাম নেই। আবার কারও অভিযোগ, ঘর পাওয়ার তালিকায় পরিবারের সদস্যের নাম থাকলেও, তার টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে অন্যকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version