Asansol News: আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে তিন জনের মৃত্যু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি কম্বল বিতরণের কাউন্টারে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনায় রাজ্য শাসক দলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। এবার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার হলদিয়ার অনন্যা মোড়ের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, “ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। সিভিক ভলান্টিয়ার, পুলিশ বা স্বেচ্ছাসেবকরা থাকলে হয়তো হত না। ছোট জায়গায় অনেক লোক হয়ে গিয়েছিল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করব।” পাশাপাশি রাজ্য শাসক দলকেও তোপ দাগেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “ ১২ জুন পানিহাটির ইস্কন মন্দিরে পদপিষ্ট হয়ে ৫ জন ইস্কন ভক্ত মারা গিয়েছিলেন। সে দিন তো আমরা কোনও প্রশ্ন করিনি! মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেই। এই দুর্ঘটনাকে সমর্থন করি না। তবে এসব করে আমাদের সেবামূলক কর্মসূচি আটকাতে পারবেন না।” একইসঙ্গে শুভেন্দু অধিকারীর আরও মন্তব্য, “ আজকের সারাদিন ধরে হলদিয়াতে ডেঙ্গু রুখতে ওয়ার্ডে ওয়ার্ডে মশারি সহ অন্যান্য জিনিসপত্র সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সেবার আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর দেখানো পথেই আমরা হাঁটব।”

Asansol Incident : ‘রাজনীতি করছে তৃণমূল’, আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনায় মুখ খুললেন জিতেন্দ্র
পাশাপাশি দিলীপ ঘোষ প্রসঙ্গে এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, দলীয় নেতার বিরুদ্ধে মন্তব্য করার কোনও প্রশ্নই ওঠে না। ‘মর্নিং ওয়াক’ বিতর্কের পর তাঁর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কম্বল বিতরণী অনুষ্ঠান যে ওয়ার্ডে হয়েছিল অর্থাৎ ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্রর স্ত্রী চৈতালী তিওয়ারি। তিনিও একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন। জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, “মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল।মৃত পরিবারের পাশে ছিলাম, আছি, থাকব। আজ কলকাতা ফিরছি না, আরও কয়েকদিন আসানসোলে থাকব।”

Kunal Ghosh : ‘অরাজকতার রাজনীতি করছে’, আসানসোলের ঘটনায় শুভেন্দুকে নিশানা কুণালের
এই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের বিরোধী দলনেতাকে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের কোনও অংশে সংশোধন চাইলে সেক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার জন্য পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version