আজ সন্ধেবেলা কলকাতার নন্দনে (Nandan) সাড়ম্বরে আয়োজিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের (Kolkata International Film Festival 2022) উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে একদিকে যেমন উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), তেমনই থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherjee)। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের বাইরে দেখা যায় রানি ও শাহরুখকে। রানি মুখোপাধ্যায় গাড়ি থেকে নেমে ঘুরে দাঁড়ালেন। ফটোগ্রাফারদের দেখে হাতও নাড়লেন… কালো শাড়ি ও মিনিমাল মেকআপ গর্জাস রানি। কলকাতাও রেডি কিং খান ও রানিকে স্বাগত জানাতে।