Produced by Suman Majhi | Lipi | Updated: 15 Dec 2022, 8:31 pm

বীরভূম জেলার দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হকের আত্মীয়দের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ জানিয়ে পোস্টার পড়ল এলাকায়।

 

চাঞ্চল্য বীরভূম জেলার দুবরাজপুরে

হাইলাইটস

  • অদ্ভুত পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূম জেলার দুবরাজপুরে।
  • স্থানীয় যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হকের আত্মীয়দের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ জানিয়ে পোস্টার পড়ল এলাকায়।
  • গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
Bibhum News দুয়ারে কোল ! অদ্ভুত পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূম জেলার দুবরাজপুরে (Dubrajpur)। স্থানীয় যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হকের আত্মীয়দের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ জানিয়ে পোস্টার পড়ল এলাকায়। এমনকি ওই পঞ্চায়েত সভাপতির আত্মীয়ের নামে বেআইনিভাবে আবাস যোজনায় ঘর নেওয়া হয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুর ব্লকের (Dubrajpur Block) যশপুর অঞ্চলের একাধিক জায়গায় সভাপতির বিরুদ্ধে ‘দুয়ারে কোল’ নামক পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে সেই পোষ্টার কে বা কারা সাঁটিয়ে গিয়েছে কারো জানা নেই। তবে সেই পোষ্টারে স্পষ্ট করে লেখা আছে, যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হকের শ্যালক সেখ নূর মহম্মদ ও অন্যান্য আত্মীয়ের কাছে বিপুল পরিমাণ কয়লা মজুত রয়েছে। পাশাপাশি, যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মুন্সী মোজাম্মেল হকের ভাই নাজ্মুল হকের নামেও আবাস প্লাস যোজনার তালিকায় নাম রয়েছে।

Trinamool Congress : তৃণমূল বিধায়কের নামে কুরুচিকর পোস্টার-ব্যানার, চাঞ্চল্য ডোমজুড়ে
বৃহস্পতিবার দুবরাজপুর থানার পুলিশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হকের শ্যালক সেখ নূর মহম্মদ এর বাড়ী থেকে মজুত করা ৫ টন কয়লা বাজেয়াপ্ত করে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, আমরা দলগত ভাবে তদন্ত করব। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, ‘একটা জিনিস আমরা লক্ষ্য করছি এটা গ্রাম্য রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। আসলে কিছু মানুষ কাউকে পছন্দ করছে না। আমরা সবাইকে নিয়ে বসে দলকে কীভাবে শক্তিশালী করা যায় সেটা দেখছি।’

PM Awas Yojana : নবান্নের কড়া নির্দেশ! পূর্ব বর্ধমানের প্রশাসনিক দফতরে বসল অভিযোগ বাক্স
অভিযোগ নিয়ে যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হক জানান, প্রধান বা অঞ্চল সভাপতির আত্মীয় হলেও আবাস যোজনার ঘর পেতে পারে, যদি সে গরিব হয়। আর যদি সে পাওয়ার যোগ্য নয় তাহলে পাবে না। যদি অযোগ্য কাউকে দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আসলে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। পাশাপাশি তাঁর শ্যালকের বাড়িতে কয়লা মজুত প্রসঙ্গে জানান, কে কী ব্যবসা করছে আমার তা দেখার দরকার নেই। এমনকী তার রুজি রোজগার কী করে চলে তা প্রশাসন দেখবে। অন্যদিকে, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, যশপুর অঞ্চলে আজকে যে পোষ্টার পড়েছে তাতে স্পষ্ট তৃণমূল সরকার দায়িত্ব নিয়ে এই কয়লা পাচার করছে। আর এতে প্রশাসন সহযোগিতা করছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version