অরূপকুমার পাল, ঝাড়গ্রাম:
World cup 2022 Final : মরুদেশের ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ প্রহরে পৌঁছল সংশোধনাগারের অন্দরেও! বৃহস্পতিবার থেকে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারের আবাসিকরা। দীর্ঘদিন পর নতুন টিভি পেয়ে খুশি কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশোধনাগারের আবাসিকরাও। গত নভেম্বর মাসে ঝাড়গ্রাম (Jhargram) জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে পরিদর্শনে গিয়ে আবাসিকদের কাছ থেকে টিভির সমস্যা জানতে পারেন। এখানে টিভি থাকলেও তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিল। সারাই করেও লাভ হয়নি। সারা দুনিয়া যখন বিশ্বকাপ (FIFA World Cup 2022) জ্বরে কাবু, তখন সংশোধনাগারের আবাসিকরা সুপারের মাধ্যমে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিবের কাছে নতুন টিভির জন্য আবেদন করেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্থানীয় এক সিমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজারকে সিএসআর ফান্ডের মাধ্যমে পাঁচটি নতুন টিভির জন্য চিঠি লিখে অনুরোধ করেন। চিঠি পেয়েই টিভি দিতে সম্মতি জানায় সিমেন্ট কোম্পানি।

রমরমিয়ে বর্ধমানের রাস্তায় ‘রেজিস্টার্ড’ টোটো
তারপরেই ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে নতুন টিভির অনুমোদনের জন্য রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিবের মাধ্যমে রাজ্যের কারা দপ্তরের আইজিকে চিঠি লেখেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। কারা দপ্তরের সম্মতি পাওয়ার পর এদিন দুপুরে ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচটি এলইডি টিভি তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের হাতে। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা, সংশোধনাগারের সুপার নিরঞ্জন সাহা, সিমেন্ট কোম্পানির দুই জেনারেল ম্যানেজার শুভ মজুমদার, প্রদ্যোৎ সুঁই এবং ডিরেক্টর শুভেন্দু বিশ্বাস।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার সমীক্ষায় গিয়ে তালিকা দেখাতে অস্বীকার! আক্রান্ত পঞ্চায়েত কর্মী
ঝাড়গ্রামের বিশেষ সংশোধনাগারে কেবলমাত্র বিচারধীন বন্দিরা থাকেন। এই মুহূর্তে দেড়শোর বেশি বন্দি রয়েছেন এখানে। তাঁদের পাঁচটি ঘরে বসবে নতুন পাঁচটি এলইডি টিভি। কোম্পানির জেনারেল ম্যানেজার শুভ মজুমদার বলেন, ‘সংশোধনাগারের আবাসিকদের বিনোদনের জন্য টিভির কথা শুনে আমাদের ম্যানেজমেন্ট পাঁচটি টিভি দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিল। এ দিন টিভিগুলি সংশোধনাগার কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পেরে আমরাও খুশি।’ ঝাড়গ্রামের বিশেষ সংশোধনাগারে সুপার নিরঞ্জন সাহা বলেন, ‘এখানে যে টিভিগুলি ছিল, দু’তিনবার সারাইয়ের পরেও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এখানকার আবাসিকরা আমার মাধ্যমে নতুন টিভির জন্য আবেদন করেছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব কাছে। তাঁরা নতুন পাঁচটি টিভির ব্যবস্থা করে দিয়েছেন। সে জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং কোম্পানির কাছে আমরা কৃতজ্ঞ।’

Poush Mela 2022 : মিলল না কোনও রফাসূত্র, এবারও পূর্বপল্লী নয়-ডাকবাংলোর মাঠেই হবে পৌষ মেলা
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা বলেন, ‘বন্দিদের অধিকার হরণ করা যায় না। এখানে তাঁরা নিজেদেরকে সংশোধন করার সুযোগ পান। বিশ্বকাপ ফুটবল দেখার জন্য আমার কাছে টিভির জন্য আবেদন করেছিলেন বন্দিরা। তাঁদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই বিনোদনের জন্য সিমেন্ট কোম্পানির মাধ্যমে পাঁচটি নতুন ৩২ ইঞ্চি এলইডি টিভির ব্যবস্থা করা হয়েছে। বন্দিরা এদিন নতুন টিভি পেয়ে খুশি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version