গোবিন্দা নাম মেরা (Govinda Naam Mera) ছবিটির তিন জন প্রধান চরিত্রে আছেন কিয়ারা আডবাণী (Kiara Advani), ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। কিন্তু ছবির প্রমোশন (Promotion) থেকে স্পেশাল স্ক্রিনিং (Special Screening) সর্বত্র দেখা গেল মাত্র ২ জনকে। কিয়ারা ও ভিকিকে। ভূমি সিন কে একবারের জন্যেও তাঁকে কোথাও দেখা যায়নি। কিন্তু শুক্রবার রাতে দেখা মিলল ভূমি পেডনেকরের। গভীর রাতের পার্টিতে অবশ্য তিনি হাজির হয়েছিলেন কালো সানগ্লাস পরে। তবে এদিন মুড যে বিশেষ ভালো ছিল না, তা স্পষ্ট। ড্রাইভারের গাড়িতে উঠতে একটু লেট হতেই দু’কথা শুনিয়ে দিলেন ভূমি। বলি ভূমি এত মুড অফ হওয়ার কারণ কী? দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version