গ্রামীণ পরিকাঠামোর বহুমুখী উন্নয়নে সাতশো কোটি টাকারও বেশি পাচ্ছে পশ্চিমবঙ্গ।

 

গ্রামোন্নোয়নে ৭০০ কোটি পাচ্ছে রাজ্য

হাইলাইটস

  • গ্রামীণ পরিকাঠামোর বহুমুখী উন্নয়নে সাতশো কোটি টাকারও বেশি পাচ্ছে পশ্চিমবঙ্গ।
  • কেন্দ্রের আরআইডিএফ (রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড) প্রকল্পের আওতায় রাজ্য পাচ্ছে মোট ৭১৪ কোটি ৫০ লাখ টাকা।
  • ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্টের (নাবার্ড) মাধ্যমে সহজ শর্তে প্রাপ্ত এই অনুদানের মধ্যে ব়ড অংশ পাচ্ছে পঞ্চায়েত দপ্তর (৩০০ কোটি টাকা)।
এই সময়: গ্রামীণ পরিকাঠামোর বহুমুখী উন্নয়নে সাতশো কোটি টাকারও বেশি পাচ্ছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের আরআইডিএফ (রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড) প্রকল্পের আওতায় রাজ্য পাচ্ছে মোট ৭১৪ কোটি ৫০ লাখ টাকা। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্টের (নাবার্ড) মাধ্যমে সহজ শর্তে প্রাপ্ত এই অনুদানের মধ্যে ব়ড অংশ পাচ্ছে পঞ্চায়েত দপ্তর (৩০০ কোটি টাকা)। প্রাপ্তির তালিকায় এর পরেই রয়েছে পূর্ত দপ্তর (১০০ কোটি)। শিশু ও নারীকল্যাণ দপ্তর পাবে ৬০ কোটি টাকা, সেচ ৫৫ কোটি, প্রাণিসম্পদ বিকাশ ৪০ কোটি এবং স্বাস্থ্য দপ্তর সাড়ে ৩৬ কোটি টাকা। মৎস্য, ক্ষুদ্র ও কুটির শিল্প, সমবায়, কৃষি ও খাদ্য দপ্তরও পাচ্ছে যথাক্রমে ২১.৫০ কোটি, ২০ কোটি, ১৯ কোটি ও ১৫ কোটি টাকা।

MGNREGA : ১০০ দিনের কাজে বিপুল বকেয়া রাজ্যে
সরকারি এক কর্তার মতে, ‘সব কটি দপ্তরই গুরুত্বপূর্ণ। তবে চলতি পর্যায়ে পঞ্চায়েত দপ্তরের অপেক্ষাকৃত ভালো অঙ্কের টাকা পাওয়াটা লক্ষণীয়। বিশেষ করে গ্রামোন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা সমধিক।’ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনও আসন্ন। এমনিতেও ২০২১-২২ আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নাবার্ডের তরফে মিলেছে প্রায় ২০০ কোটি টাকা। উল্লেখ্য, জুলাই মাসে নাবার্ডের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজ্যের অর্থসচিব গ্রামীণ পরিকাঠোমোর সার্বিক বিকাশে এই ব্যাঙ্কের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করিয়েছিলেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version