West Bengal News : গত বছরের শেষ দিনেই রাজ্যে চাকা গড়িয়েছে দেশের দ্রুতগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। কিন্তু, বন্দে ভারত ট্রেনের চাকা যতটা না গড়িয়েছে, তার থেকে বরং অনেক গড়িয়েছে বিতর্কের জল। ট্রেনটির উদ্বোধনের সময় BJP কর্মী সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান যেমন বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিল, ঠিক তেমন চাকা গড়ানোর দিনেই উঠে এসেছে বিস্তর অভিযোগ। এরপর আগুনে ঘি ঢেলেছে ট্রেনের ওপর পাথরবৃষ্টি।

এবার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) প্রচার নিয়ে তুমুল খোঁচা দিয়ে বিতর্কের পারদ চড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর (Coordinator) অজিত মাইতি। তাঁর বক্তব্য, পৃথিবীতে এই প্রথম একটি ট্রেন উদ্বোধন হল, যাকে নিয়ে সাত দিন ধরে প্রচার করা হচ্ছে।

Vande Bharat Express : বন্দে ভারতকে ঘিরে তুমুল উন্মাদনা ডানকুনি স্টেশনে, এক্সপ্রেস ট্রেন দেখতে স্টেশনে ভিড়
মঙ্গলবার কেশপুরের ছুতারগেড়িয়ায় একটি দলীয় সভায় যোগদান করেন অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা, জয়প্রকাশ মজুমদার সহ জেলা তৃণমূলের (TMC) নেতাকর্মীরা। সেই মঞ্চে দাঁড়িয়েই বন্দে ভারত ট্রেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জেলা তৃণমূলের এই দাপুটে নেতা। তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব, রাজনীতি করব, ততদিন কটাক্ষ করে যাব। কারন এর আগে দেশে তথা রাজ্যে হাজার হাজার ট্রেন উদ্বোধন হয়েছে। কিন্তু টানা সাতদিন ধরে ওই একটি ট্রেনের ছবি দেখিয়েই প্রচার, এমন জিনিষ আগে কখনও দেখিনি। মানুষের যথেষ্ট দুঃখ দুর্দশা রয়েছে। সেইসব জিনিষকে দূরে ঠেলে দিয়ে খুব উন্নত দেশের মতন একটি ট্রেনকে নিয়েই প্রচার, এটিকে একটি গনতান্ত্রিক দেশে আমি খুব ভালো লক্ষন বলে মনে করছি না।” এখান থেকেই স্বৈরতন্ত্রের জন্ম হয় বলে মন্তব্য করেন তিনি।

Vande Bharat Express: আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, পাথর বৃষ্টিতে ভাঙল কাচের দরজা
মালদায় বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোঁড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন যত ট্রেন উদ্বোধন করেছেন বা রেলের যা বিকাশ করেছেন, নরেন্দ্র মোদী দশবার প্রধানমন্ত্রী হলেই সেই উন্নয়ন ঘটাতে পারবেন না।” ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় আবার BJP যোগ রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল (TMC) নেতা জয় প্রকাশ মজুমদার।

Vande Bharat Express: ভয়ে বন্দে ভারত এড়াবেন যাত্রীরা? ইটকাণ্ডের পর খোঁজ নিল এই সময় ডিজিটাল
তিনি বলেন, “এই ধরনের ঘটনা গোটা দেশেই ঘটে থাকে। এর মধ্যে রাজনৈতিক যোগ খুব একটা থাকে না। কিন্তু যেহেতু মালদাতে ঘটনাটা ঘটেছে, আর সেখানকার সাংসদ BJP-র, তাই এর পিছনে BJP-র ষড়যন্ত্র থাকতেও পারে।” জয় প্রকাশ আরও বলেন, “BJP এখন একটা নোংরা খেলায় নেমেছে। রাতের অন্ধকারে খেলার মাঠে বোমাগুলিকে বলের মতন আকার দিয়ে ফেলে রেখে দিচ্ছে। বাচ্চা ছেলেমেয়েরা সেটিকে বল ভেবে খেলতে গেলেই বিস্ফোরণ হচ্ছে। তাতে দুর্ভাগ্যজনকভাবে কারোর মৃত্যু হলেই BJP সেটা নিয়ে নোংরা রাজনীতি করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version