West Bengal Local News বেলঘড়িয়া, টালিগঞ্জ, গার্ডেনরিচের পর খড়দা থেকে উদ্ধার হল যখের ধনের মতো বিপুল টাকা। খড়দার এক ফ্ল্যাট থেকে মিলল প্রায় নগদ ৩২ লাখ টাকা। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে এই টাকা। সূত্রের খবর, বিএড, এলএলবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে নেওয়া টাকার কমিশন হিসেবে এই ফ্ল্যাটে রাখা ছিল বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, খড়দহে নাথুপাল ঘাট রোডে বৃহস্পতিবার রাত থেকে এক প্রফেসরের বাড়িতে চিরুনি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ। সেই অভিযানেই উদ্ধার এই বিপুল নগদ টাকা।

Kolkata Cash Recovery : ফের কলকাতায় উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, বড়বাজারে ম্যারাথন তল্লাশিতে গ্রেফতার ৯

জানা গিয়েছে খড়দহ নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমনি আবাসনের একতলার যে ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গিয়েছে, সেই বাড়ির মালিক অমিতাভ দাস। তাঁর ঘরে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল থেকে তল্লাশি চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ । এই বিপুল পরিমাণ টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ। অনুমান, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে এক লাখ, দেড় লাখ টাকা করে নেওয়া হয়। সেই বেআইনি টাকারই একটি অংশ ওই ফ্ল্যাটে রাখা ছিল বলে মনে করছে তদন্তকারীরা।

ATM Fraud: মাসিক আয় ১৮ লাখ টাকা! বিলাসবহুল গাড়ি মালিক ভুয়ো সংবাদকর্মীর অভিনব প্রতারণার কায়দা ফাঁস

প্রতিবেশীদের দাবি, অমিতাভ দাস পেশায় একজন প্রফেসর। তিনি এবং তার স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে গত আড়াই বছর ধরে বসবাস করেন । ঠিক কী কারণে পুলিশ এসে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেই বিষয়ে স্পষ্ট কোন ধারণা নেই তাদের, যদিও এর আগে কখনও কোনও সন্দেহজন কিছু চোখে পড়েনি বলে জানিয়েছেন তারা । ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে তারা গতকাল রাত থেকে তল্লাশি চালায় এবং ওই বাড়ি থেকে নগদ আনুমানিক ৩২ লাখ টাকা উদ্ধার করে ।

West Bengal News : চুরিতে সিদ্ধহস্ত ম্যারাথন গ্যাংয়ের উপদ্রব উত্তর কলকাতায়, গ্রেফতার ১

এই ঘটনায় ফের ফিরছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল সম্পদের স্মৃতি। ৫০ কোটিরও বেশি নগদ টাকা সহ প্রচুর গয়না উদ্ধার হয়। এছাড়া গলফগ্রিন থেকেই অ্যাপ প্রতারণায় যুক্ত যুবকের বাড়ি থেকে গতবছর উদ্ধার হয় প্রায় ১৭ কোটি টাকা। এদিন ফের খড়দার টাকা উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version