Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 8 Jan 2023, 6:36 pm

কলকাতা বিমানবন্দরে ভুয়ো চাকরির বিজ্ঞাপন নিয়ে হইচই পড়ে গিয়েছে। চাকরিপ্রার্থীদের সতর্ক করে বিবৃতি জারি কর্তৃপক্ষের।

 

Kolkata Airport : কলকাতা এয়ারপোর্ট।

হাইলাইটস

  • কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো বিজ্ঞাপন।
  • ফাঁদে পা দিতেই লাখ লাখ টাকা খোয়াচ্ছেন একাধিক শহরবাসী।
  • শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক এজেন্সি।
কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) চাকরি দেওয়ার নাম করে ভুয়ো বিজ্ঞাপন। আর সেই পাতা ফাঁদে পা দিতেই লাখ লাখ টাকা খোয়াচ্ছেন একাধিক শহরবাসী। এই নিয়ে এবার চাকরিপ্রার্থীদের সতর্ক করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি বিস্তারিত টুইট করা হয়। যেখানে উল্লেখ করা হয়, শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক এজেন্সি। যারা দমদম বিমানবন্দরের (Dumdum Airport) একাধিক পোস্টে চাকরি দেওয়ার নাম করে নানা বিজ্ঞাপন ছড়াচ্ছে। আদতে এদের উদ্দেশ্য অসৎ। এরা চাকরির টোপ দিয়ে একাধিক ব্যক্তির থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদের পা না দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সঠিক বিজ্ঞাপনের উপর ভরসা রাখতে বলেছেন।

Bagdogra Airport : আন্তর্জাতিক বিমান চলবে বাগডোগরায়, শীঘ্রই শুরু নতুন টার্মিনালের কাজ

কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়মিত একাধিক পদে চাকরির জন্য আবেদন করার নির্দিষ্টি বিজ্ঞাপন দেওয়া হয়। https://www.aai.aero/en/careers/recruitment. এই লিঙ্কে ক্লিক করলেই সেই নির্দিষ্ট পদের বিজ্ঞাপনগুলি নজরে আসবে। সেখানেই পদগুলিতে আবেদনের বিস্তারিত তথ্যও দেওয়া রয়েছে। ফলে কোনও মিডিলম্যান কিংবা ভুয়ো এজেন্সির পাল্লায় পড়ে সর্বস্বান্ত হওয়ার আগে সঠিক ওয়েবসাইটে ক্লিক করার পরামর্শ দিচ্ছে কলকাতা বিমানবন্দর।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version