West Bengal News: পূর্ব বর্ধমান জেলায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রীবাহী বাস (Passenger Bus)। পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মোট ১০ জন যাত্রী আহত হয়েছেন। ভাতারের ভুমশোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি উলটে যায়। শুধু তাই নয় উলটে যাওয়ার পর সটান সেটি গিয়ে পড়ে নয়ানজুলিতে। বাসযাত্রী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতি যাচ্ছিল বাসটি। সেই সময় বাসের সামনের চাকা ফেটে ঘটে বিপত্তি। বাসটি সটান গিয়ে নয়ানজুলিতে পড়ে উলটে যায়। জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাসে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকারা। বাসে থাকা যাত্রীরাও জানিয়েছেন, চাকা ফেটেই বাসটি উলটে গিয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Bardhaman Road Accident : দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই সরকারি বাস, জখম ৪
পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধার কাজে হাত লাগান। তারাই দুর্ঘটনার মুখে পড়া বাস থেকে যাত্রীদের বাইরে বের করে আনেন। বাসে থাকা চৈতন্যপুরের মহিলা তরুবালা দাস বলেন, ‘আমি বর্ধমান থেকে আসছিলাম। বাসের চাকা ফেটে দুর্ঘটনা বসে। আমি সামনের সিটে বসেছিলাম। বাস পুরো পালটি খেয়ে যায়। আমার আঘাত লেগেছে। চাকা ফেটেই এই ঘটনা ঘটেছে। কোনও দুর্ঘটনা হয়নি।’

Bus Accident : সাঁকো ভেঙে খালে যাত্রীবোঝাই বাস, কেতুগ্রামে মারাত্মক দুর্ঘটনা
বাস দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নজরুল হক নামের এক গাড়ি চালক বলেন, “বর্ধমান শ্যামবাজার থেকে বাসটি খুব দ্রুত গতিতে আসছিল। আমার গাড়িকে বাসটি ওভারটেক করল। বাস উলটে যাওযার পর বিকট শব্দে চাকাটি ফেটে বাসটি ডানদিকে উলটে গেলে। বাসে অনেক যাত্রী ছিল। বেশ কয়েকজদন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাসের ছাদে কোনও লোক ছিল না।”

Road Accident: আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খেলনা গাড়ির মতো উলটে গেল বাস, ভয়াবহ দুর্ঘটনা কাটোয়ায়
অন্যদিকে চলতি সপ্তাহে বর্ধমানে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি সরকারি বাস। গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই ওই সরকারি বাস। দুর্ঘনায় সব বেশ কয়েকজন যাত্রী আহত হলেও কারও আঘাত ঘুরতর নয় বলে জানা গিয়ছিল। গলসির সারুল মোড়ে দুর্ঘটনাটি ঘটেছিল। আহতদের স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে আহত যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version