Alipurduar Administrative Meet প্রশাসনিক সভায় কেন মন্ত্রী-নেতা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগের সপাট জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন সভার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”আজ মেঘালয় থেকে সরাসরি এখানে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সঙ্গে আছে। ওকে কত করে বললাম তুই মঞ্চে আয়। কিছুতেই আসছে না।”


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে না আসার কারণ

কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক অনুরোধ সত্ত্বেও মঞ্চে উঠছেন না অভিষেক, সেকারণও খোলসা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”আমি অভিষেককে বললাম মঞ্চে এসে বসতে ও জবাবে বলল আমি তো প্রশাসনের কেউ না। আমি রাজনৈতিক লোক, আমি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এসে বসব না ৷ আমি ওকে বললান আরে তুই তো একজন সাংসদ। তাও আসতে রাজি হল না।” এরপরেও হাল ছাড়েননি মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে তিনি বলেন, ” আমি অভিষেককে তাও অনুরোধ করব ও যেন মঞ্চে এসে উপস্থিত হয়ে সাধারণ সম্মানটুকু অন্তত জানিয়ে যাক আমি এটা পছন্দ করি।”

Mamata Banerjee: ‘উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে’, কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার

এরপরই নেত্রী কথার মান রাখতে কয়েক মুহূর্তের জন্য মঞ্চে ওঠেন অভিষেক (Abhishek Banerjee)। সবাইকে নমস্কার জানিয়ে নেমে যাওয়ার সময় মঞ্চে উপস্থিত মলয় ঘটক তাঁর দিকে চেয়ারও এগিয়ে দেন। সে সময় বাধা দিয়ে স্বয়ং নেত্রী বলেন, না না, ও মঞ্চে বসবে না। আমি ডেকেছি বলে ও এসেছে। এখানে যারা আছেন, তাদের সকলেরই কোনও না কোনও পদ আছে। সরকারি অনুষ্ঠানে কেন রাজনৈতিক লোক থাকবে? কিন্তু ও একজন সাংসদ, ও থাকতেই পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version