বাংলা ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আসতে চলেছে ‘অলক্ষ্মীস ইন গোয়া’ (Olokkhis in Goa) ওয়েব সিরিজটি। গোয়ায় চার বন্ধুর ব্যাচেলার্স পার্টি করতে গিয়ে কী কী কাণ্ড ঘটে এই সিরিজ তারই গল্প বলবে। এই ছবিতে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মারও অভিনয় করার কথা ছিল… এদিন আমাদের মুখোমুখি হয়েছিলেন ছবির অন্যতম প্রধান চরিত্রাভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শ্যুটিং এক্সপিরিয়েন্স নিয়ে কী বললেন তিনি?