জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে তাঁকে শেষবার ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। সেবার অস্ট্রেলিয়ার (Australia) কাছে একদিনের ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া (Team India)। তবে রাঁচীর (Ranchi) জেএসসিএ স্টেডিয়ামের (JSCA Stadium) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। সেটা ফের একবার বুঝিয়ে দিলেন ‘লোকাল বয়’। ভারতীয় দল তাঁর রাজ্য ঝাড়খণ্ডে খেলতে এলে আগেও তিনি সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। এবারও তাই হল। ২৭ জানুয়ারি নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভারত। এর আগে শুভমন গিল (Shubman Gill), সূর্য কুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিশানদের (Ishan Kishan) পেপটক দিয়ে গেলেন সবার প্রিয় ‘মাহি ভাই’। সেই ভিডিয়ো আবার টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। স্বভাবতই মাত্র ৩৯ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি।
৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। সেইজন্য বিশ্রাম পেয়েছেন বিরাট ও রোহিত শর্মা (Rohit Sharma)। দলের দুই মহাতারকার অবর্তমানে বৃহস্পতিবার একাই সাজঘর জমিয়ে দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। বাঁহাতে ছিল ডাব। গায়ে ঝাড়খণ্ডের জার্সি। বেশ বোঝা যাচ্ছিল আসন্ন আইপিএল-এর (IPL 2023) আগে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক নিজেকে তৈরি করে নিচ্ছেন। এরই ফাঁকে সাজঘরে এসে নবাগত মুকেশ কুমার, জিতেশ শর্মাদের সঙ্গে হাত মেলালেন। মারলেন ঈশান, হার্দিক, শুভমনদের আড্ডা। আবার ওয়াসিংটন সুন্দরকে (Wasington Sundar) হাতের কাছে পেয়েই দিলেন নিজের মূল্যবান পেপটক।
— BCCI (@BCCI) January 26, 2023
আরও পড়ুন: Hardik Pandya and MS Dhoni: আসছে ‘Sholay 2 ‘! জয়-বীরুর ভুমিকায় এবার হার্দিক! ভাইরাল হল ছবি
এদিন সকাকেই সোশ্যাল মিডিয়াতে ‘আইডল’ ধোনির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন হার্দিক। মজা করে লিখেছিলেন, ‘Sholay কামিং শুন’! প্রিয় মাহি ভাইয়ের সঙ্গে কীভাবে সময় কাটান? সেই প্রশ্ন তাঁকে সাংবাদিক বৈঠকে করা হয়েছিল। হার্দিকের জবাব ছিল, “সময় পেলেই মাহি ভাইয়ের সঙ্গে দেখা করতে আপনাদের শহরে চলে আসি। তাই এবারও ওঁর কাছে গিয়েছিলাম।” দু’জনের মধ্যে ক্রিকেট নিয়ে কথাবার্তা হয়? হার্দিকের প্রতিক্রিয়া, “না, একেবারেই না। ক্রিকেট নিয়ে সবকিছু ওঁর কাছ থেকে জেনে নিয়েছি। বলতে মাহি ভাইয়ের কাছ থেকে একেবারে সবকিছু নিংড়ে নিয়েছি। তাই আমরা ইদানিং দেখা করলেই নিছক আড্ডা মারি। নিজেদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়।”
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক। বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এরপর নতুন এই একই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা গিয়েছে। কিউইরা কি গত সিরিজ হারের বদলা নিতে পারবে? নাকি একদিনের সিরিজের মতো এবারও বিপক্ষকে চুনকাম করবে হার্দিকের দল। ধোনির আগমনে অধিনায়ক হার্দিকের ভাগ্য কি ফের একবার খুলবে? সেটাই দেখার।