Ajit Maity on Hiran Chatterjee দলবদলের জল্পনা মেটাতে সাংবাদিক সম্মেলনে একাধিক বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiraan Chatterjee)। পালটা জবাব দিতে গিয়ে রীতিমতো বোমা ফাটালেন মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির (Ajit Maity)। এই সময় ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে তৃণমূল নেতা বলেন, ”একদিন নয় একাধিকবার অভিষেকের সঙ্গে দেখা করেছে হিরণ। ছবি তো ভাইরাল হয়েছে একদিনের। এমনকী দল বদলাতে এতটাই মরিয়া ছিলেন হিরণ যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি যোগাযোগের চেষ্টা করেছিল।”
শনিবারের সাংবাদিক বৈঠকের পর সোমবার দাসপুরে একটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়েও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় নিশানা করেন শাসক দলকে। তিনি বলেন, “ওরা এখন আমার ফটো নিয়ে রাজনীতি করছে! এরপর ভিডিয়ো নিয়ে আসবে, আরও অনেক কিছু নিয়ে আসবে।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পালটা ক্ষোভ উগরে দেন তৃণমূল জেলা কো-অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি বলেন, ”ও কোর্টে গিয়ে তাহলে প্রমাণ করুক ওটা নকল ছবি কিনা। কিন্তু, ও সে পথে যাবে না। এখন তো আমাদের মনে হচ্ছে, যে হিরণ সাংবাদিক সম্মেলন করেছে সেটাও আসল নয়। ২ দিন বাদে ও বলবে ওটাও তো কমপ্রোজ করা হয়েছে। ওটাও জালি।”
এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়ক দাবি করেন, ”হিরণ তাঁর অসহায়ত্বের কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে আত্মসমর্পণ করে। ও বলেছিল বিজেপিতে ও মানিয়ে নিতে পারছে না। খড়গপুরটা পুরো দিলীপ ঘোষের (Dilp Ghosh) দখলে। ও এরকমই। এখন সবাই ওকে নিয়ে হাসছে। গোটা জেলা জানে ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে । তৃণমূলে ফিরতে এতটাই মরিয়া হয়ে উঠেছিল ও যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ফোন করার চেষ্টা করে।” কিন্তু, এতটা মরিয়া হওয়ার পরও আচমকা হিরণের এমন পদক্ষেপ কেন? তাও জানিয়েছেন অজিত মাইতি। তৃণমূল নেতার বয়ানে, ”অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন দলে নেওয়া সম্ভব নয়। তাই তারপরই এই পালটি।”
উল্লেখ্য, তৃণমূলের রাজ্য নেতাদের একাংশের মতে, হিরণের মতো নেতাকে দলে নেওয়া হলে এই মুহূর্তে কোনও পদ দেওয়া হবে না। হলে সংগঠনে তার প্রভাব পড়বে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটেও চান না। সবমিলিয়ে বর্তমান বিজেপি বিধায়ক হিরণের দলবদলের জল্পনার রেশ এখনও শেষ হয়নি।