জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের মূত্র নিজে পান করে নাকি সুস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। কয়েক দিন আগে এক সাক্ষাৎকার এমন দাবি করেন অভিনেতা। এখান থেকেই উঠছে প্রশ্ন? আদৌ কি মূত্র পান করা শরীরের পক্ষে ভালো?
পরেশ রাওয়াল জানান, শুটিং করতে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। এরপর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান অজয় দেবগনের বাবা কোরিওগ্রাফার বীরু দেবগন। তখন পরেশ রাওয়ালকে ‘নিজের মূত্র পান করার’ পরামর্শ দেন বীরু দেবগন।
আরও পড়ুন- Power Outage: ভয়ংকর বিপর্যয়! অন্ধকারে ডুবে গেল স্পেন-পর্তুগাল, বিপদে ফ্রান্স-বেলজিয়াম আর...
পরেশ রাওয়াল বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি নিজের প্রস্রাব পান করতেই হয়, তবে একবারে তা পান করব না। বরং বিয়ারের মতো চুমুক দেব। কারণ আমি এটি সঠিকভাবে করতে চাই। আমি টানা ১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি। ১৫ দিন পর চিকিৎসকের কাছে যাই। ডাক্তার আমার এক্স-রে করে হতবাক হন। ডাক্তার জানতে চান, ‘এই সিমেন্টিং কীভাবে হলো?’ ডাক্তার দেখলেন, একটি সাদা রেখা তৈরি হচ্ছে। ২ থেকে আড়াই মাস পর আমার ছাড়পত্র পাওয়ার কথা ছিল। কিন্তু দেড় মাসের মাথায় আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এটা জাদুর মতো ছিল।”
এখান থেকেই উঠছে প্রশ্ন। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, “এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, যেখানে বলা আছে যে প্রস্রাব বা ইউরিয়া কোনওভাবে ক্যানসার সারাতে পারে।” সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্রস্রাবে আসলে ব্যাকটেরিয়া রয়েছে যা গ্রহণ করলে ক্ষতি হতে পারে।
বেঙ্গালুরুর গ্লেনিগলস বিজিএস হাসপাতালের এইচওডি এবং সিনিয়র নেফ্রোলজিস্ট এবং চিফ ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান, ডাঃ অনিল কুমার বিটি বলেন, “আমাদের বুঝতে হবে যে প্রস্রাব নির্গত হয় কারণ শরীরের এর প্রয়োজন হয় না। প্রস্রাব পান করলে ঘনীভূত বর্জ্য পদার্থ আপনার শরীরে পুনরায় প্রবেশ করে যা কিডনিকে আবার ফিল্টার করতে বাধ্য করে, যার ফলে কিডনির উপর অপ্রয়োজনীয় চাপ পড়ে”। প্রস্রাবে ৯৫ শতাংশ জল থাকে এবং পাঁচ শতাংশ টক্সিন, ইউরিয়া এবং ক্রিয়েটিনিন থাকে। “এখন আপনার কিডনি ক্রিয়েটিনিন ফিল্টার করছে কিন্তু আপনি সেই বহিষ্কৃত ক্রিয়েটিনিন আপনার শরীরে আবার যোগ করেন। এটি উপকারীর চেয়ে ক্ষতিকারক হতে পারে,” তিনি ব্যাখ্যা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)