West Bengal Local News: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে স্কুলের পাঁচিল ভেঙে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস। ঝাড়গ্রামে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, কাঁকড়াঝোড়-গোপীবল্লভপুর ভায়া ঝাড়গ্রাম রুটের একটি বাস গোপীবল্লভপুর থেকে যাত্রী নিয়ে লোধাশুলী হয়ে ৫ নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম শহরের দিকে আসছিল। ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের কাছে রাস্তায় একটি বাইক হঠাৎ করে বাসের সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসচালক বাসের স্টিয়ারিং ডান দিকে ঘুরিয়ে দেন। বাসটি গিয়ে ধাক্কা মারে সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের পাঁচিল। সেই সময় স্কুলের এক পড়ুয়ার অভিভাবক পাঁচিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। অভিভাবককে সহ পাঁচিল ভেঙে স্কুলের মধ্যে ঢুকে পড়ে বাসটি। এই ঘটনায় ওই অভিভাবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম যতীন সিং(২৮)। তাঁর বাড়ি নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেউদিশোল গ্রামে ।

Road Accident: মাঝ রাস্তায় গাড়ি ঘোরাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় অভিভাবক বাসের ধাক্কা খাওয়ায় এলাকায় হইচই শুরু হয়ে যায়। রদা বিদ্যাপীঠ স্কুলের কাছে সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি বিষয়টি ঝাড়গ্রাম থানায় জানায় । ছুটে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ । উদ্ধার কার্যের জন্য নিয়ে আসা হয় দুটো জেসিবি মেশিন। অভিভাবককে বাসের নীচ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে বাসের দুই যাত্রীও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

SBSTC Bus Accident : ব্রেক ফেল অবস্থায় যাত্রীদের বাঁচাতে গাছে ধাক্কা SBSTC বাসের! আহত ৫
স্কুলের সামনে ছুটির সময় ভিড় লেগেই থাকে। আজ আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে জানিয়েছে অভিভাবকদের একাংশ। বাসের যাত্রীরও এই ঘটনায় আতঙ্কিত হয়েছে পড়েছেন। বাস যাত্রী রাহুল ত্রিপাঠী বলেন, “আমরা বাসের মধ্যে বসেছিলাম । বাসের সামনে হঠাৎ করে একটি বাইক চলে আসে । বাইকটাকে বাঁচানোর জন্যই গিয়ে স্কুলের পাঁচিলে ধাক্কা মারে বাসটি”।

SBSTC Bus Accident : ব্রেক ফেল অবস্থায় যাত্রীদের বাঁচাতে গাছে ধাক্কা SBSTC বাসের! আহত ৫
উল্লেখ্য, লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার এই ১৫ কিলোমিটার রাস্তার মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে পথদুর্ঘটনার ঘটনা । কয়েক মাস আগে বরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে যায়। আরও একটি ছোট গাড়ি তার কয়েকদিন পর দুর্ঘটনার কবলে পড়েছিল। রাস্তার বেহাল দশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা। প্রশাসনের উদ্যোগে মাস কয়েক আগে রাস্তার কাজ শুরু হলেও ঝাড়গ্রাম রাজবাড়ি পেট্রল পাম্প থেকে শুরু করে বরিয়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ হয়েছে বাকি রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার কাজ কখন শেষ হয়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version