West Bengal News : সমবায় সমিতি থেকে সংগৃহীত সারের কারণে বিঘার পর বিঘা আলু গাছ নষ্ট। আলু চাষের মরশুমে মাথায় হাত হুগলির (Hooghly) মলয়পুর দুই নম্বর অঞ্চলের পুর্বকেশবপুর (Purbakeshpur) এলাকার চাষিদের। বিঘার পর বিঘা আলু গাছ পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ তাঁদের। ব্যাপক আর্থিক সংকটে মুখে হুগলির এই অঞ্চলের আলু চাষিরা। চাষিদের দাবি, আলু চাষের জন্য আরামবাগ কৃষি দফতরের নির্দেশে স্থানীয় মুন্ডেশ্বরী সমবায় সমিতি থেকে চাষিদের আলু চাষের জন্য সার দেওয়া হয়। কিন্তু সেই সার জমিতে প্রয়োগ করার পরেই আলু গাছ মড়ে যেতে থাকে। আলু গাছ পচে গিয়ে শুকনো হয়ে নষ্ট হয়ে যায়। আলুর উৎপাদন একেবারে কম হওয়ার পাশাপাশি আলু আকৃতি একেবারে ছোট হয়ে যায়। আলুর গুণগত মান একেবারে খারাপ হয়ে যায়। জানা গিয়েছে, প্রায় ২৫ থেকে ৩০ বিঘা আলু জমি নষ্ট হয়ে গিয়েছে।

Jalpaiguri News : ময়নাগুড়িতে আলুর ট্রাক থেকে মৃতদেহ উদ্ধার! ঘটনা ঘিরে রহস্য
ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান রফিক নষ্ট হয়ে যাওয়া আলু জমি পরিদর্শন করেন এবং চাষিদের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, চাষিরা এই বিষয়ে পঞ্চায়েতে গিয়েছিল। আমি জমি পরিদর্শন করলাম। কোনও ক্ষতিপূরণের ব্যাবস্থা করা যায় কিনা, ভেবে দেখা হচ্ছে।” অভিযোগ, সমবায় সমিতির থেকে পাওয়া সার জমিতে প্রয়োগ করার পরেই আলু গাছ নষ্ট হয়ে যায়। চাষিদের তরফে বার বার সমবায় সমিতির ম্যানেজারে সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করা হয়েছে। কিন্তু উনি ফোন ধরেননি। তারপর আরামবাগ ব্লক প্রশাসন থেকে শুরু করে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে বিষয়টি জানান হয়। এই সমস্ত চাষিরা ঋণ নিয়ে আলু চাষ করে। পুর্বকেশবপুরের স্থানীয় এক চাষি স্বপন সামন্ত বলেন, “সারের জন্যই আলু গাছ নষ্ট হয়ে গিয়েছে। আড়াই বিঘা জমির আলু গাছ শুকনো হয়ে যায়। কাটা প্রতি এক বস্তাও আলু উৎপাদন হবে না।

Kolkata Market Price: বাজারে সস্তার দিন শেষ! ঠান্ডা কমতেই দাম বাড়ছে ফুলকপিরও
আরেক চাষি কাশিনাথ জানা বলেন, সবই চন্দ্রমুখী আলু বসানো হয়েছিল। মুন্ডেশ্বরী সমিতি থেকে সার নিয়েছিলাম। সেই সার জমিতে প্রয়োগ করার পরেই গাছ নষ্ট হয়ে যায়। আমরা বাঁচবো কী করে ? ক্ষতিপূরণ না দিলে সংসার চালানো দায় হয়ে পড়ছে।” বিষয়টি নিয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া বলেন, পূর্বকেশবপুরের চাষিদের অভিযোগ আমরা পেয়েছি। জমির আলু গাছ নষ্ট হয়ে গিয়েছে। চাষিদের স্বার্থে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আরামবাগ ব্লকের বিডিও কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি কৃষি দফতরের। তাই বিষয়টি নিয়ে কৃষি দফতরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version