বাঁকুড়ার তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাজের ওয়ার্ক অর্ডারের বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিয়োতে সেই টাকা নেওয়ার ছবিই ক্যামেরা বন্দি হয়েছে বলে দাবি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বিকনা গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক মাল কোনও এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন যার সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল ।
জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োতে থাকা অডিয়োতে শোনা যাচ্ছে ওই নগদের লেনদেনের পরিমাণ ১ লাখ ৬৮ হাজার টাকা। ওই টাকার বিনিময়ে কোনও একটি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা বলছেন টেবিলের অপর প্রান্তে বসে থাকা জনৈক ব্যক্তি। ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। মনে করা হচ্ছে ওয়ার্ক অর্ডার পেতেই ওই নগদের আদানপ্রদান।
এলাকার বিজেপি বিধায়ক বলেন, ”ঠিকাদারদের কাছ থেকে টাকা না নিলে তৃণমূল দল এবং নেতাদের চলবে না। দলের উপর তলার নির্দেশেই এমন কাজ সর্বত্র চলছে।” এদিন বিকনা গ্রাম পঞ্চায়েতে সেই ঘটনা ধরা পড়ে গিয়েছে। তৃণমূলের তালডাংরার বিধায়ক জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর সত্যতা জানতে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। ভিডিয়োটি সম্পূর্ণ অসত্য বলে দাবি তাঁর। কার্তিক মাল জানিয়েছেন, তিনি সৎ ও দলের একনিষ্ঠ কর্মী। তাঁর গায়ে কাদা ছেটানোর জন্য বিরোধীরা এখন এইসব ভিডিয়ো তৈরি করে ছড়িয়ে বেড়াচ্ছে।