৪৭টি ট্রেনে হকারদের ওঠা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। প্রতিবাদে সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভের সিদ্ধান্ত বঙ্গীয় হকার সম্মেলনের।

 

হাওড়া

হাইলাইটস

  • হাওড়া ও শিয়ালদহের 47 টি ট্রেনে হকারদের ওঠা নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারতীয় রেলের।
  • তারই প্রতিবাদে আজ, বুধবার দুপুর 1 টায় পূর্ব রেলের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে চলেছে জাতীয় বাংলা সংগঠনের হকারদের সংগঠন বঙ্গীয় হকার সম্মেলন।
  • এর নেপথ্যে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছে সংগঠন।
এই সময়: হাওড়া ও শিয়ালদহের (Howrah-Sealdah) ৪৭টি ট্রেনে হকারদের ওঠা নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারতীয় রেল (Indian Railways) নিয়েছে, তারই প্রতিবাদে আজ, বুধবার দুপুর ১টায় পূর্ব রেলের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে চলেছে জাতীয় বাংলা সংগঠনের হকারদের সংগঠন বঙ্গীয় হকার সম্মেলন। জাতীয় বাংলা সংগঠনের তরফে মঙ্গলবার সিদ্ধব্রত দাস বলেন, ‘যে ৪৭টি ট্রেনে হকার ওঠা নিষিদ্ধ করা হয়েছে, সেই ট্রেনগুলোয় খাবার বিক্রির বরাত পেয়েছে নয়ডার একটি বেসরকারি সংস্থা। আমাদের প্রশ্ন, কেন বহিরাগত কোনও সংস্থা? কেন বাংলার কোনও সংস্থাকে এই বরাত দেওয়া হলো না?’

Bandel Junction : জুবিলি ব্রিজের ধাঁচে নতুন স্টেশন, বদলাচ্ছে ব্যান্ডেল
ভারতীয় রেলের বিরুদ্ধে প্রাদেশিকতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাতীয় বাংলা সংগঠনের বক্তব্য, ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশনে (আইআরসিটিসি) বাঙালি ছেলে-মেয়েদের দেখা মেলে না। এর নেপথ্যে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছে সংগঠন। তাদের অভিযোগ, এই ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে আজ দুপুর ১টা নাগাদ হাওড়া স্টেশনে জমা হওয়ার পর তাদের সদস্য ও সমর্থকরা যাতে ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তর পর্যন্ত মিছিল করে যেতে পারেন, জাতীয় বাংলা সংগঠন সেই আবেদন জানিয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version