Primary Teacher Recruitment: যুব তৃণমূলের জেলা সভাপতি পেলেন প্রাথমিক টেট (Primary TET 2022) পরীক্ষায় সুযোগ। ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করলেন অম্বরীশ সরকার। সদ্য প্রকাশিত টেট রেজাল্ট বেরতেই জানা গিয়েছে উত্তীর্ণ হয়েছেন যুব তৃণমূল সভাপতি।

টেট পরীক্ষার রেজাল্ট


২০১৬ টেট নিয়ে একাধিক অভিযোগ-স্বজনপোষণের অভিযোগকে পিছনে ফেলে কড়া সিকিওরিটি ও স্বচ্ছতা বজায় রেখে প্রায় ছয় বছর পর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করে পর্ষদ। সম্প্রতি পরীক্ষার রেজাল্টে জানা গিয়েছে ৯১ নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছেন কুশমণ্ডির বাসিন্দা যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার।

যুব সভাপতির এই সাফল্যে বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। পাশাপাশি, তৃণমূলকে ঘুরিয়ে কটাক্ষও করেন তিনি। তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ”পড়াশুনা করেই চাকরি নেওয়া উচিত।”

জানা গিয়েছে, ছোট থেকেই পড়াশুনায় মেধাবী কুশমণ্ডির বাসিন্দা যুব তৃণমূলের জেলা সভাপতি। বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন অম্বরীশ। ছোট থেকেই ছিলেন প্রথম সারির পড়ুয়া।

অম্বরীশের পরিচয়

বর্তমানে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অম্বরীশ। তবে সুযোগ পেলেই ব‌ই পড়তে ভালোবাসেন। টেট পরীক্ষার আগে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মন দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। সময়ের অভাবে কোচিং সেন্টারে ভর্তি হতে না পারলেও স্টাডি মেটেরিয়ালেই সেরেছিলেন প্রস্তুতি। তাতেই তাক লাগানো রেজাল্ট।

পরীক্ষায় বসবেন কী না প্রথম থেকে ঠিক ছিল না। তৃণমূল যুব জেলা সভাপতি অম্বরীশ সরকার জানান, পরীক্ষার কিছুদিন আগে সিদ্ধান্ত নেন যে, এবারের টেট পরীক্ষায় বসবেন।

কী ভাবে প্রস্তুতি?

অম্বরীশ জানিয়েছেন, সব সময় গাড়িতে বই রাখতেন। একটু ফাঁক পেলেই বইয়ে চোখ বুলিয়ে নিতেন। এক বন্ধুর সহযোগিতাও নিয়েছিলেন।

বিজেপির প্রতিক্রিয়া

অন্যদিকে, এবিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, ”কেউ যদি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পায় তাহলে বিরোধী হলে আমরা সাধুবাদ জানাব, ধন্যবাদ জানাব। তৃণমূল নেতা মানেই চুরি করে চাকরি নিতে হবে এমন কোনও ব্যাপার নেই। সব তৃণমূল নেতাদের আমি আমার তরফ থেকে জানাই, আপনারা লেখাপড়া করুন৷ নিজেরাও শিক্ষিত হন। শিক্ষার মাধ্যমে মেধার মাধ্যমে চাকরি নিন আপত্তি নেই৷ কিন্তু রাজ্যটিকে এভাবে কলঙ্কিত করা, হাজার হাজার বেকারদের চাকরি কেনাবেচা বন্ধ করুন। যুব তৃণমূলের জেলা সভাপতি টেট পাশ করেছেন, আমি বিজেপির হয়ে সাধুবাদ জানাচ্ছি।” পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, এই প্রক্রিয়ায় কোনও দুর্নীতি ঘটে থাকে তাহলে তার প্রতিবাদ জানাবেন এবং আন্দোলনে নামবেন।

অম্বরীশের জবাব

বিজেপির কটাক্ষে অম্বরীশ বলেন, ”যেসব বিজেপি বন্ধু এমন মন্তব্য করছেন তারা হয়তো বলতে হয় তাই বলছেন। যেসব বিজেপি বন্ধুরা এই পরীক্ষায় বসেছিলেন তারা এমন মন্তব্য করতে পারবেন না। যে বিষয়টি ভুল। সেটা ভুলই। এর জন্য আইনি প্রক্রিয়ায় রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version