জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের হয়ে খেলার তাগিদ, ফের একবার বাইশ গজে পারফর্ম করার তাগিদ থাকলেই মনে মানুষ এমন পাগলামি করে! যেমনটা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) করেছেন। পুরনো দাপট বজায় রেখে ফিরে আসার জন্য গত কয়েক মাসের প্রতিটি দিন গড়ে ১০-১২ ঘন্টা বোলিং করতেন! অনেকের কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হলেও, এটাই সত্যি।
প্রায় পাঁচ মাস পরে কামব্যাক করেই জাড্ডু নাগপুরে তুলে নিয়েছিলেন ৪৭ রানে ৫ উইকেট। তাঁর ‘ফাইভস্টার’ পারফরম্যান্সের জন্যই অস্ট্রেলিয়াকে (Australia) মাত্র ১৭৭ রানে গুটিয়ে, বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টে এগিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। আর এবার সেই একই মেজাজ দেখিয়ে দিল্লির বাইশ গজে দাপট দেখালেন জাড্ডু। এমন পারফরম্যান্স করে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২৫০০ রান ও ২৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন। এদিন নিলেন ৬৮ রানে ৩ উইকেট।
দিল্লি টেস্টের প্রথম দিন জাদেজা ফের তাঁর স্পিন ম্যাজিক দেখান। বিপক্ষের উসমান খোয়াজাকে ফিরিয়ে এই কীর্তি গড়েন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ২৫০০ রান ও ২৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। এর আগে এই তালিকায় কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিনের নাম আছে।