এই সময়,আলিপুরদুয়ার: গন্ডারের আক্রমণে শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটক বোঝাই জিপসি গাড়ি উল্টে যাওয়ার পর রবিবার একরাশ আশঙ্কার দোলাচল নিয়েই পর্যটকদের নিয়ে জঙ্গলের গভীরে গেল জিপসি গাড়িগুলি। তবে এখানে প্রশ্ন উঠছে যে, হুডখোলা জিপসি পর্যটকদের জন্যে আদৌ কতটা নিরাপদ?

Dooars Jungle Safari : সাফারিতে গন্ডারের তাড়ায় জিপ উলটে যাওয়ার ঘটনায় কাটছে না আতঙ্ক, কড়া পদক্ষেপ নিচ্ছে বন দফতর
এতকাল ধরে হুডখোলা জিপসিতে পর্যটকদের জঙ্গলের গভীরে নিয়ে যাওয়ার রেওয়াজ থাকলেও, শনিবারের মতো দুর্ঘটনার কোনও নজির নেই উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে। শনিবারের দুর্ঘটনার পর রবিবার জলদাপাড়া বনবিভাগের শীর্ষ বনাধিকারিকরা গাইড ও জিপসি চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।

Jaldapara Forest Safari : শিং উঁচিয়ে তাড়া ২ গন্ডারের, জলদাপাড়ায় বরাতজোরে প্রাণরক্ষা পর্যটকদের
তাতে ঠিক হয় যে, এখন থেকে জঙ্গলের ভেতরে ঢুকে কোনও পর্যটক জিপসি থেকে বিনা অনুমতিতে নীচে নামতে পারবেন না। খোলা যাবে না গাড়ির দরজা। হাতি, বাইসন অথবা গন্ডার দেখার সময় নিরাপদ দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। অকারণে বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা যাবে না।

Digha Tour : সি ফুড খেয়ে মৃত্যু, পরিষেবা নিয়ে ক্ষোভ! দিঘার পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের
এই বিশেষ নির্দেশিকাগুলি অগ্রাহ্য করলে শাস্তির মুখে পড়তে হবে পর্যটকদের। এছাড়াও বনপথের বাঁকে থাকা ঝোপঝাড় কেটে সাফ করা হবে। প্রতিটি জিপসি গাড়িতে ফার্স্ট এড বক্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জিপসি চালক ও গাইডদের নিয়ে দ্রুত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Madhyamik Examination 2023 : হাতি নিয়ে আতঙ্কের মাঝেই জঙ্গলমহলে মাধ্যমিক, বনের পথে বিশেষ ব্যবস্থা দফতরের
বন দপ্তরের পর্যবেক্ষণ, অনেক সময়েই এক শ্রেণির পর্যটক বেপরোয়া হয়ে বন্যপ্রাণীদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, অকারণে বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন। তাতেই নিরাপত্তার অভাব বোধ করে আক্রমণমুখী হয়ে পড়ে বন্যপ্রাণীরা।

Elephant Attack : রাজ্যকে ১০ অবাধ্য হাতি কবজা করার অনুমতি কেন্দ্রের
শনিবারের ভিডিয়ো ফুটেজে লক্ষ করা গিয়েছে যে, গন্ডারটি যখন জিপসির দিকে তেড়ে আসছিল, তখনও ওই গাড়ির বাঁ দিকের দরজা খুলে ছবি তুলছিলেন এক বেপরোয়া পর্যটক। তবে বনকর্তারা যাই দাবি করুন বা পর্যটকরা যতই অদৃষ্টের দোহাই দিন না কেন, হুডখোলা জিপসিতে জঙ্গল ভ্রমণে যে ঝুঁকির শেষ নেই, তা বলার অপেক্ষা রাখে না।

Madhyamik Exam 2023 : ছেলের মৃত্যুর কথা শুনেই শোকে পাথর মা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অসুস্থ মহিলার বাড়িতে DM-SP
শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মোটা লোহার জালে মোড়ানো গাড়িতে অনেক বেশি নিরাপদ ভাবে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা রয়েছে। প্রশ্ন উঠেছে, উত্তরবঙ্গের অন্যান্য জঙ্গল সাফারিতেও ওই একই ব্যবস্থা চালু করা হচ্ছে না কেন?

Madhyamik Examination 2023 : হাতির হানায় ছাত্র মৃত্যুর ঘটনার জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা
জলদাপাড়া বনবিভাগের ডিএফও দীপক এম বলেন, ‘এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা পর্যটকদের জন্য বেশ কিছু কড়া বিধি নিষেধের নির্দেশিকা জারি করেছি। তবে জিপসি সাফারির চিরাচরিত ব্যবস্থা তো একদিনেই বদলে ফেলা যাবে না। সব দিক খতিয়ে দেখে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

Madhyamik Exam : বৈকুণ্ঠপুরের ঘটনায় শিক্ষা, শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দিল বন দফতর
মুর্শিদাবাদ থেকে আসা পর্যটক শিপ্রা সাহা বলেন, ‘কপালে লেখা থাকলে যখন-তখন বিপদ ঘটতে পারে। ফলে আমি শনিবারের দুর্ঘটনা নিয়ে এতটুকু চিন্তিত নই। জঙ্গল ভ্রমণে ঝুঁকি তো থাকবেই। ওটাই প্রকৃত অ্যাডভেঞ্চার। তবে বনের আইন ভাঙা বড় অন্যায়।’

Mamata Banerjee: বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা, হাতির হানায় ছাত্র মৃত্যু পরেই ঘোষণা মমতার
জলদাপাড়া জিপসি মালিক সংগঠনের সম্পাদক গোপাল সন্ন্যাসী বলেন, ‘বৈঠকে আমরা অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছি। তাতে আমরা এবং সেই সঙ্গে বেড়াতে আসা পর্যটকরা অনেক বেশি নিরাপদ থাকবেন। এখন তা কী ভাবে সুনিশ্চিত হবে, তার দায় বন দপ্তরের।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version