South 24 Parganas : তিনি নাকি জয়েন্ট বিডিও ! ভুয়ো পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার ফাঁদ পেতে বসেছিল এক ব্যক্তি। জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ এবার দক্ষিণ ২৪ পরগনায়। ডায়মন্ড হারবার (Diamond harbour) থেকে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মুন্নাফ মোল্লা। নিজেকে জয়েন্ট বিডিও বলে পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে কুলপি থানার (Kulpi Police Station) পুলিশ। জানা গিয়েছে, ধৃত মুন্নাফ মোল্লা ডায়মন্ড হারবার থানার বোলসিদ্ধি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মাস আগে কুলপি থানার রমজান নগরের বেশ কয়েকজন বাসিন্দার কাছে চাকরি দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। নিজেকে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা তোলে অভিযুক্ত মুন্নাফ মোল্লা।

Bardhaman Fake Doctor : ৪০০ টাকা ভিজিট! পর্দাফাঁস হতেই কেঁদে ভাসালেন বর্ধমানের ভুয়ো ডাক্তার
এরপর দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না পাওয়ায় সন্দেহ হয় অনেকেরই। এর মধ্যে রমজান নগরের বাসিন্দা হাকসান মোল্লা অভিযুক্ত মুন্নাফ মোল্লার বিরুদ্ধে কুলপি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে খোঁজখবর শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে কুলপি থানার পুলিশ মঙ্গলবার মুন্নাফ মোল্লাকে গ্রেফতার করে।

ধৃত মুন্নাফ মোল্লাকে বুধবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।তবে এই ঘটনায় মুন্নাফ মোল্লার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করছে কুলপি থানার পুলিশ।

Trinamool Congress : বালুরঘাটে ৩৫০ কর্মীর তৃণমূলে যোগদান! বিজেপির দাবি, ‘ভুয়ো…’সুন্দরবন জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্ত নিজেকে জয়েন্ট বিডিও বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে কোনও পুরসভায় চাকরি করিয়ে দেওয়ার কথা বলেছিল। ভাগে ভাগে তাঁর কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছিল।

সেই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানানোয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রতারিত হাকসান মোল্লা বলেন, “আমার সঙ্গে লোকটার পরিচয় হয়। বলেছিল ও নাকি জয়েন্ট বিডিও, আমাকে একটা কাজ দেবে। আমার কাছে খেপে খেপে সাড়ে চার লাখ টাকা নেয়। আমাকে গ্রুপ ডি পদে কাজ দেওয়ার ব্যাপারে বলেছিল।” হাকসান জানায়, এরপর দীর্ঘদিন হয়ে গেলেও অভিযুক্ত তাকে ঘুরিয়ে যাচ্ছিল।

Madhyamik Exam: বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে! এবার ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী
হাকসান জানায়, সে নিজেই যথেষ্ট দুঃস্থ পরিবারের ছেলে। এর মধ্যে কোনওরকমে সেই প্রায় সাড়ে চার লাখ টাকা জোগাড় করে অভিযুক্তের হাতে তুলে দেয়। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় সে বুঝতে পারে, তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এরপরেই সে পুলিশের দ্বারস্থ হয়। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত মুন্নাফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি আর কোথাও এরকম প্রতারণা করেছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version